ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান বলেছেন, ‘জনগণের ভোটের অধিকার বাস্তবায়ন করার মাধ্যমে বিএনপি আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে।’
৯ নভেম্বর শনিবার বিকালে ফরিদগঞ্জ উপজেলার চরদু:খিয়া পূর্ব ইউনিয়ন বিএনপির আয়োজনে যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসকল কথা বলেন।
এম এ হান্নান বলেন, ‘আমি আপনাদের বদলা দিতে এসেছি। যে বদলা দেয় তার যদি বদলার টাকা না দেন আল্লায় কি পরকালে এই কৈফিয়ত নিবেন না নিবেন। গত ৩০ বছর যাবত আমি আপনাদের বদলা দিয়েছি।
বাকি জীবন বদলা দিতে প্রস্তুত রয়েছি। যদি আপনারা আমাকে চাঁন আপনারা আমাকে আপনাদের দারোয়ান বানাবেন। আমি আপনাদের পাহারা দিব। আমি আপনাদের পাহারাদার হয়ে আপনাদের নিরাপদে রাখার চেষ্টা করবো।’
তিনি আরো বলেন, গত ১৭ বছর আমরা জুলুম নির্যাতন সহ্য করে ছিলাম। আমরা ওই সময়ে মিছিল সমাবেশ দুরের কথা কথা বলতেও পারিনি। কিন্তু ৫ আগষ্টের গণ অভ্যুত্থানেরপর আমরা কথা বলতে পারছি। পতিত স্বৈরাচার আমাদের খুঁজে না পেলেও জনগণ ঠিকই আমাদের খুঁজে পেয়েছে। আজকের যৌথ কর্মীসভায় হাজার হাজার মানুষের উপস্থিতিই তার প্রমাণ দেয়। কর্মী সভাকে ঘিরে মানুষের উচ্ছ্বাস ও আনন্দ আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক যে স্বপ্ন দেখছেন তারই একটি রূপ এটি। তবে আমাদের ভুলে গেলে চলবে না, আমরা এখনো ক্ষমতায় আসিনি। আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। রাজনৈতিক কুটকৌশলে আমার একটি চক্র মনোনয়ন ছিনিয়ে নিলেও আমি দমে যাইনি। আপানাদের পাশ থেকেছি। আগামিতে আপনাদের কাজের জন্য জনপ্রতিনিধি তথা আমার ভাষায় বদলা হওয়ার জন্য আপনাদের নিয়ে বিএনপির পতাকা তলে রয়েছি। আশা করছি আপনারাও আমাকে আপনাদের বদলা হিসেবে মনোনীত করতে প্রস্তুত রয়েছেন তো। আমাদের আরেকটি কথা মনে রাখতে হবে। গত দেড় যুগে আমরা অনেকেই ক্ষতিগ্রস্থ হয়েছেন। পতিত আওয়ামী লীগ সরকার আমাদের প্রতিটি নেতাকর্মীকে অনেক ক্ষতিগ্রস্থ করেছেন। আপনারা ধৈর্য্য ধরেন, তারা যা করেছে আমরা তা করবো না।
আলোনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বাছি ও আহম্মেদের সভাপতিত্বে এবং ইাউনিয়ন বিএনপির সহসভাপতি সুমন আহমেদের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মআহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ ।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, মঞ্জিল হোসেন, আবু জাফর খসরু মোল্লা, আব্দুল খালেক পাটওয়ারী, নজরুল ইসলাম নজু, মাসুদ আলম, মহসীন মোল্লা, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহ্বায়ক ফারুক পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু, সদস্য সচিব শাওন চৌধুরী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশিক ইকবাল তানভীর, সহ-সভাপতি শামছুল আরেফিন মুকুল, সাংগঠনিক সম্পাদক মুসলিম বেপারী, উপজেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক সাইফুল ইসলাম মিয়াজী, মাহমুদুল রশিদ তানহা প্রমুখ।
যৌথ সভায় বিভিন্ন ওয়ার্ড থেকে আগত হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: শিমুল হাছান,৯ নভেম্বর ২০২৪