জনগণের ভোটে বিএনপি আগামি দিনে সরকার গঠন করবে

হাজীগঞ্জে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্য কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তির ধানের শীষের প্রার্থী লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেছেন, চাঁদপুরের সকল পুলিশ এক হয়েও হাজীগঞ্জে রাজপথের আন্দলন প্রতিহত করতে পারবে না। বর্তমান এ পেশীবাদ সরকারের বিরুদ্ধে আন্দলন সফল করে আমরা ঘরে ফিরবো। এ সরকারের আমলে বিএনপি কখোনো নির্বাচনে যাবে না। তাদের কোন কথা আজ দেশের মানুষ বিশ্বাস করে না। তাই জনগনের ভোটে বিএনপি আগামি দিনে সরকার গঠন করবে। বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক। তার নিজ হাতে গড়ে তোলা রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র আজ প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা লাভ করেছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আমরা আজ এগিয়ে চলেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও করে যাবে।

৩ সেপ্টেম্বর শনিবার হাজীগঞ্জ পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টোরাগড় স্বর্ণকলি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মিছিল পরবর্তী জনসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরিক্ত কথাগুলো বলেন।

সভায় উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারীর সঞ্চালনায়  আরো বক্তব্য রাখেন, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মাও. নজরুল ইসলাম তালুকদার, পৌর বিএনপির সহ-সভাপতি মো. আবুল খায়ের মজুমদার।

ওই সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. খোরশেদ ভুট্টো, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আলী আকবর, সাংগঠনিক সম্পাদক এম এ নাফের শাহ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. নুরুন্নবী সম্রাট, সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিন সাবু, উপজেলা যুবদলের আহবায়ক মো. আকতার হোসেন দুলাল, যুগ্ন-আহবায়ক মো. হুমায়ুন কবির সুমন, পৌর যুবদলের আহবায়ক মো. মিজানুর রহমান সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. বিল্লাল হোসেন বেলাল, সদস্য সচিব সাইফুল ইসলাম মিঠু চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক দলের নতুন মো. মজিবুর রহমান মজিব, সদস্য মো. ইকবাল সর্দার, উপজেলা মৎস্য দলের সভাপতি মো. ইমান হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি মো, রাশেদ আলম হীরা, সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. ফয়সাল হোসাইন, সদস্য সচিব মো. জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের আহবায়ক মো. আবু ইউসুফ, সদস্য সচিব দ্বীন ইসলাম টগরসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ৩ সেপ্টেম্বর ২০২২

Share