চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তর ইচলীতে গণসংযোগ ও পথসভা করেছেন সদর-হাইমচর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর ইচলী হাটবাজার, বাড়ি ও মহল্লা এলাকায় দাঁড়িপাল্লা মার্কায় ব্যাপক গণসংযোগ করেন তিনি।
গণসংযোগকালে ও পথসভায় এডভোকেট শাহজাহান মিয়া বলেন, “দাঁড়িপাল্লা শুধু একটি প্রতীক নয় এটি ন্যায়, সততা ও পরিবর্তনের প্রতীক। জনগণ জেগে উঠেছে, ইনশাআল্লাহ জনগণের ভোটে ন্যায় প্রতিষ্ঠিত হবে।”
এ সময় উপস্থিত ছিলেন—চাঁদপুর সদর উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, সহকারী সেক্রেটারি ও বালিয়ার বিশিষ্ট সমাজসেবক সুলতান মাহমুদ, বাগাদী ইউনিয়ন সভাপতি মাওলানা বেলায়েত হোসেন, ১নং ওয়ার্ড সভাপতি রায়হান, সেক্রেটারি মাকসুদ বকাউল, ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী খোরশেদ আলম তালুকদার, সহ-সভাপতি আব্দুল আজিজ, মো. সোহেল তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজ।
গণসংযোগ শেষে এডভোকেট শাহজাহান মিয়া স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলীয় প্রতীকে ভোট প্রার্থনা করেন। পাড়া-মহল্লা ও অলিগলি ঘুরে জনতার অভূতপূর্ব সাড়া পেয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্টাফ রিপোর্টার/
২৪ অক্টোবর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur