জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য দাঁড়িপাল্লা ভোট দিন : এড. শাহজাহান মিয়া

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারী এডভোকেট শাহজাহান মিয়ার গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার ১ নং বিষ্ণুপুর ইউনিয়নের মদিনা বাজার ও বৌবাজার এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন তিনি।

এ সময় বক্তব্যে এডভোকেট শাহজাহান মিয়া বলেন, “আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমরা চাই উন্নত চাঁদপুর, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে। জনগণের ভোটেই এবার সমর্থন পেলে এলাকায় বৈপ্লবিক পরিবর্তন আসবে।”

তিনি আরও বলেন, “আমরা যদি দায়িত্ব পাই, তবে মাদক, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠা করব। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে জনগণকে প্রকৃত সেবা দেওয়াই হবে আমাদের মূল লক্ষ্য।”

পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী এবং চাঁদপুর জজকোর্ট এর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এবিপি এডভোকেট আব্দুল কাদের খান।

সভাপতিত্ব করেন বাংলাদেশ জামাতে ইসলামী ১ নং বিষ্ণুপুর ইউনিয়ন সভাপতি কাজী মোঃ আবু তাহের। সভা পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক জোবায়ের হোসাইন রাকিব।

এছাড়াও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ সবুজবাগ থানার সভাপতি মাইনুদ্দিন প্রধানিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১ নং বিষ্ণুপুর ইউনিয়ন সেক্রেটারী আল আমিন আখন্দ, ১ নং ওয়ার্ড সভাপতি মোঃ মুসলিম খান এবং ২ নং ওয়ার্ড সভাপতি জামান বেপারী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড সভাপতি মোঃ দেলোয়ার হোসেন সরকার, জিলানী, জিয়াউর রহমান, আবুল কাশেম, আফজাল, মহাসিনসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ১ নং বিষ্ণুপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সভাপতি হাফেজ মাওলানা রিয়াদুল ইসলাম। হামদ-নাত পরিবেশন করেন উপজেলা সাংস্কৃতিক বিভাগের সভাপতি খাজা তানভীর।

পরে মনোহারখাদী কমল কৃষ্ণ সরকার বাড়ি দমোদরদী শ্রী শ্রী সার্বজনীন দুর্গা উৎসব উদযাপন পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন।

প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া, ২৯ সেপ্টেম্বর ২০২৫