Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / জনগণের কল্যাণে আমরা একসঙ্গে কাজ করবো: ইঞ্জি. মমিনুল হক

জনগণের কল্যাণে আমরা একসঙ্গে কাজ করবো: ইঞ্জি. মমিনুল হক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁদপুর-৫ (শাহরাস্তি- হাজীগঞ্জ) আসনে আলহাজ্ব লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হককে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক টামটা উত্তর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করেছেন ।

শনিবার দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত ইউনিয়ন বিএনপির আয়োজনে ওয়ারুক স্টেশন, ইছাপুরা বাজার, মুড়াগা- গুলপুরা, রাজাপুর মাদ্রাসা মাঠ, বর্ণমালা একাডেমি মাঠ, বলশিদ দক্ষিণ পাটোয়ারী বাড়ি, বলশিদ হাই স্কুল মাঠ, হোসেনপুর গাউছিয়া মাদ্রাসা মাঠ ও পরানপুর আবু মেম্বার মার্কেট সংলগ্নে এই গণসংযোগ ও পথসভা করেন

গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ধানের শীষের প্রার্থী ইঞ্জিঃ মমিনুল হক বলেন, আমাকে ধানের শীষের প্রার্থী করা মানে জনগণের সেবক হিসেবে দায়িত্ব অর্পণ করা। আমি বিশ্বাস করি, জনগণের ভালোবাসা ও আস্থাই ধানের শীষের বিজয়ের মূল শক্তি। আমি জনগণের ভোটে নির্বাচিত হলে শাহরাস্তি-হাজীগঞ্জের মানুষের উন্নয়ন, ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় নিজেকে জনগণের খাদেম হিসেবে নিবেদন করব। আমরা শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ চাই।

তিনি আরও বলেন, আমি দলের আদর্শ ও জনগণের বিশ্বাসকে সমুন্নত রাখব। একই সঙ্গে বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দ ও জনগণের আকাঙ্খার প্রার্থী হিসেবে তাকে মনোনীত করায় তিনি দলীয় হাইকমান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নিজ দলের নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন,আমি যদি জনগণের ভোটে এমপি নির্বাচিত হই, তাহলে আপনারা এমন কোনো কাজ করবেন না, যার জন্য জনগণের কাছে আমাকে জবাবদিহি করতে হয়। আমরা একসঙ্গে কাজ করব জনগণের কল্যাণে, উন্নয়নের জন্য, পরিবর্তনের জন্য।

গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভূঁইয়া, সহ-সভাপতি আবু ইউসুফ পাটওয়ারী রুপন, শাহ মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক বেলায়েত হোসেন সেলিম, সহ-সভাপতি মোঃ আবুল কালাম, ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদ উল্লাহ মিয়াজী, সাধারণ সম্পাদক কিরণ মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর, সাংগঠনিক সম্পাদক আয়েত আলী বেঙ্গল, যুবদলের সাবেক সভাপতি মো. আ. মান্নান, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট শাহেদুল হক মজুমদার সোহেল, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, সাধারণ সম্পাদক আজগর হোসেন মিয়াজি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ হোসেন, ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ মোস্তাফিজুর, পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুল খালেকসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী, সমর্থক ও সাধারণ জনগণ।

প্রতিবেদক: মো: জামাল হোসেন
১৭ নভেম্বর ২০২৫