ফরিদগঞ্জের পাইকপাড়া ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভা শুক্রবার (১২ মে ) অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য ড.মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘বাংলাদেশের সকল জনগণের কাঙ্খিত উন্নয়ন নিশ্চিতের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা জনগণকে শুধু স্বপ্ন দেখান, আবার ওই স্বপ্নকে বাস্তবে রূপদান করেন। তাই জনগণের স্বার্থে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীসহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি করে দলের ক্ষতি করার চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’ আ’লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ড.মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি এ কথা বলেন।
শুক্রবার (১২ মে) বিকালে ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শওকত আলী বিএসসি ও সভা পরিচালনা করেন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, ভাইস চেয়ারম্যান ও যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান রানা,ভাইস চেয়ারম্যান রীনা নাসরিন,প্রচার সম্পাদক সুলতান আহম্মেদ রিপন, সহ-প্রচার সম্পাদক খোরশেদ আলম মিন্টু,সদস্য মোহাম্মদ হোসেন মিন্টু পাটওয়ারী,যুবলীগের আহ্বায়ক বিল্লাল হোসেন যুগ্ম-আহ্বায়ক হাজী সফিকুর রহমান, সদস্য ইসমাইল হোসেন,ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাগ,সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুজন, সাবেক ছাত্রলীগ নেতা রেজাউল করিম সবুজ প্রমুখ ।
প্রতিবেদক : আতাউর রহমান সোহাগ
আপডেট, বাংলাদেশ সময় ৭ : ৪০ পিএম, ১২ মে ২০১৭, শুক্রবার
এজি