Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / ‘জনগণই হলো আওয়ামী লীগের মূল শক্তি’
জনগণই হলো আওয়ামী লীগের মূল শক্তি

‘জনগণই হলো আওয়ামী লীগের মূল শক্তি’

ছেঙ্গারচর পৌর স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীদের সাথে মতবিনিময়সভায় ত্রাণমন্ত্রী মায়া চৌধুরী

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবকলীগের নব-গঠিত কমিটির নেতৃবৃন্দে সাথে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ছেংগারচর পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রফিকুল ইসলাম রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন ভুলুর পরিচালনায় মতবিনিময় সভায় স্বেচ্ছাসেবকলীগের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি।

এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “খুব অল্প সময়ের মধ্যে ছেংগারচর পৌরসভার ৯টি ওয়ার্ডে স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন সম্পন্ন হেেয়ছে। আমি পৌর স্বেচ্ছাসেবকলীগের কমিটিকে ধন্যবাদ জানাই।”

এছাড়াও তিনি নব-গঠিত পৌর স্বেচ্ছাসেবকলীগের কার্যকরী কমিটিকেও স্বাগত জানান।

এসময় ত্রাণমন্ত্রী মোফাজ্ঝল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি আরো বলেন, “স্বেচ্ছাসেবকলীগের প্রতিটি নেতা-কর্মীকে ছেংগারচর পৌরসভা নির্বাচনে দলের প্রার্থীকে বিজয়ী করার জন্যে এখন থেকেই কাজ করতে হবে। এই সময়টাতে স্বেচ্ছাসেবকলীগ সংগঠনকে ঢেলে সাজানো ছিলো সময়ের দাবি এবং চমৎকার সময়। এটা আমাদের মূল দলের জন্যে এবং আসন্ন ছেংগারচর পৌর নির্বাচনে কাজে লাগবে।”

তিনি পৌর স্বেচ্ছাসেবকলীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার পাশাপাশি সরকারের সকল উন্নয়নমূলক কাজগুলো জনগণের মাঝে তুলে ধরার আহবান জানান।

ত্রাণমন্ত্রী মায়া চৌধুরী বলেন, “সরকারের বিরুদ্ধে যে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে তা মোকাবেলায় স্বেচ্ছাসেবকলীগকে সজাগ ও সর্তক থাকতে হবে।”

ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি আরো বলেছেন, “বিএনপি-জামায়াত কোনো রাজনৈতিক দল নয়, ওরা জঙ্গি সংগঠন।”

তিনি বলেন, “ওরা পেট্রোল বোমা মেরে এদেশে গণতন্ত্র আনতে চায়। এদেশের মানুষ জনগণের গণতন্ত্র চায়, খালেদা জিয়ার স্বামী সামরিক শাসক জিয়ার সামরিক গণতন্ত্র চায় না। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের অধীনেই দেশে আগামীর নির্বাচন হবে। তাই আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে।”

তিনি বিএনপি’র বিরুদ্ধে অভিযোগ করে বলেন, “৫ জানুয়ারি নির্বাচনের আগে আপনারা নির্বাচন বানচালের নামে স্কুল পুড়িয়েছেন, শিক্ষক মেরেছেন। কিন্তু আপনারা নির্বাচন বানচাল করতে পারেননি। কারণ আপনারা দেশে নৈরাজ্য সৃষ্টি করে যুদ্ধাপারাধীদের বাঁচাতে চেয়েছিলেন।”

‘‘জনগণ যুদ্ধাপরাধীদের বিচার চায় বলেই ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করেছে’’ উল্লেখ করে তিনি বলেন, “জনগণই হলো আওয়ামী লীগের মূল শক্তি।”

ত্রাণমন্ত্রী মায়া চৌধুরীর নিজ গ্রামের বাড়ি মতলব উত্তর উপজেলার মোহনপুরে ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবকলীগের নব-গঠিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে বক্তব্য রাখেতে গিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি এসব কথা বলেন।

এসময় মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমেদ মঞ্জু,ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ রফিকুল আলম জর্জ, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও মোহনপুর ইউপির স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান সামছুল হক চৌধুরী বাবুল, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম হাওলাদার, ছেংগারচর পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান ঢালী, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র হাজ্বী মোঃ রুহুল আমিন মোল্লা, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ রহমত উল্যাহ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আাঃ হালিম, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের আহবায়ক মিনহাজ উদ্দিন খান, যুগ্ম আহবায়ক তামজিদ সরকার রিয়াদ, ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক মোঃ মোসলেম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন সরকার, ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবকলীগের ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ আমিন মিয়াজী, ২নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ আমান উল্যাহ, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব আলম সবুজ, ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করীম (ডেঙ্গু), ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুর রহমান রিপন, সাধারণ সম্পাদক মোঃ কাউছার মিয়াজী, ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ ফারুক প্রধান, সাধারণ সম্পাদক মোঃ স্বপন মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ বোরহান উদ্দিন মিয়াজী, ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ স্বপন বেপারী, সাধারণ সম্পাদক মোঃ গোলাম রাব্বানীসহ পৌর স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।

কামাল হোসেন খান

 

||আপডেট: ০৭:৪০ পিএম, ০৯ নভেম্বর ২০১৫, সোমবার

এমআরআর