জনগণই ধানের শীষের প্রকৃত ধারক ও বাহক: হারুনুর রশীদ

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. হারুনুর রশীদ বলেছেন, “ধানের শীষ কোনো ব্যক্তি বা দলের একক সম্পত্তি নয়। ধানের শীষ জনগণের হৃদয়ে ধারণ করা একটি প্রতীক। অনেকে আমাকে ধানের শীষের বাহক বলেন, কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই-আপনারাই জনগণ ধানের শীষের প্রকৃত ধারক ও বাহক।”

তিনি বলেন, “গত ১৭ বছর ধরে জনগণ ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত ছিল। এবার আপনারা ভোট দিতে যাবেন, ভোট দিয়ে ফলাফল নিয়েই ঘরে ফিরবেন। উন্নয়ন ও সংস্কারের প্রতীক ধানের শীষ। দেশ ও জনগণের কল্যাণে সংস্কার ও উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন।” ১২ ই ফেব্রুয়ারি ফজর নামাজের পর সকলে একত্রিত হয়ে ভোট কেন্দ্রে যাবেন। আপনাদের কাঙ্ক্ষিত প্রতিক ধানের শীষে ভোট দিয়ে ভোটের রেজাল্ট নিয়ে বাড়ি ফিরবেন।

শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া, প্রতাশি, নয়ারহাট, চাঁদপুর ও চরমথুরা গ্রামের আওয়াল মিজি বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পথসভায় যুবনেতা ফজলুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট দুলাল মিয়া পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য আব্দুল মতিন, সাবেক উপজেলা যুবদল নেতা মাহফুজুর রহমান টিপু প্রমুখ। বক্তারা বলেন, দীর্ঘদিন পর জনগণ আবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। এই সুযোগ কাজে লাগিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।

পথসভা শেষে ধানের শীষের প্রার্থী মো. হারুনুর রশীদ ১০ নম্বর গোবিন্দপুর ইউনিয়নের নয়াবাড়ি, ৯ নম্বর ইউনিয়নের নয়ারহাট বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটারদের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পথসভা ও গণসংযোগ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

প্রতিবেদক: শিমুল হাছান,
৩০ জানুয়ার ২০২৬