তথ্য প্রযুক্তি

জনকণ্ঠ সম্পাদকসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রধান বিচারপতিকে নিয়ে মানহানিকর সংবাদ প্রচার করায় দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার সমনের জবাব দিতে আদালতে হাজির না হওয়ায় ঢাকা মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী এ পরোয়ানা জারি করেন।
গ্রেফতারি পরোয়ানাভুক্ত অন্য সাংবাদিকরা হলেন উপদেষ্টা সম্পাদক তোয়াব খান ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়।

১৯ জানুয়ারি প্রধান বিচারপতি হিসেবে বর্ষপূর্তিতে এসকে সিনহা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেওয়া এক বাণীতে বলেন, ‘অবসরে যাওয়ার পরে রায় লেখা বেআইনি ও সংবিধান পরিপন্থী।’

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি দৈনিক জনকণ্ঠ পত্রিকায় ৬ নম্বর পৃষ্ঠায় ‘অবসরের পর রায় লেখা। খালেদার এজেন্ডা বাস্তবায়নের দায় এখন নতুন কাঁধে’ এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে।

প্রধান বিচারপতির ওই বক্তব্যের কারণে তার সঙ্গে আইএসের যোগসূত্র ঈঙ্গিত করা হয় জনকণ্ঠের খবরে। যা সম্পূর্ণ বেআইনি ও মানহানিকর বলে ২২ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন বারের সাবেক সভাপতি আহসান উদ্দিন খান বাদি হয়ে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তাদের বিরুদ্ধে সমন জারি করেন। সমনের জবাব দিতে আদালতে হাজির না হওয়ায় তাদের ‍বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

||আপডেট: ০৬:১৪ অপরাহ্ন, ২১ মার্চ ২০১৬, সোমবার

চাঁদপুর টাইমস /এমআরআর

Share