চাঁদপুর

জঙ্গিরা কুকুরের চেয়েও অধম হয়ে গেছে : চাঁদপুরে ডিআইজি

‘জঙ্গিরা কুকুরের চেয়ে অধম হয়ে গেছে। মানুষকে হত্যা করে বেহেস্তে যাওয়া যায় না। বেহেস্তে যাওয়া এতো সহজ হলে আমরা নামাজ পড়তাম না।’

সোমবার (২২ আগস্ট) বিকেলে চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহারের পরিকল্পনায় নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতি স্বারক ‘চেতনায় মুক্তিযুদ্ধ’ ভাস্কর্য উদ্বোধন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তবে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহা: শফিকুল ইসলাম বিপিএম এসব কথা বলেন।

অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল, চাঁদপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এমএ ওয়াদুদ।

প্রধান অতিথি আরো বলেন, ‘জঙ্গিদের উদ্দেশ্য প্রধানত দুটি। একটি হলো দেশে খেলাফত প্রতিষ্ঠা করা, দ্বিতীয়টি বেহেস্তে যাওয়া। প্রকৃতপক্ষে তারা খেলাফতে বিশ্বাস করে না। আমাদের মনে রাখতে হবে আল্লাহ দয়া না করলে আমাদের কারো পক্ষে বেহেস্তে যাওয়া সম্ভব না।’

জঙ্গি তৎপরতার সময়কাল নিয়ে তিনি বলেন, ‘যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন জঙ্গিদের তৎপরতা বেড়ে যায়। কিন্তু অন্যদলগুলো ক্ষমতায় থাকলে এ তৎপরতা খুব বেশি দেখা যায় না।’

দেশের উন্নয়ন প্রসঙ্গ টেটে ডিআইজি বলেন, ‘সন্ত্রাসীদের ষড়যন্ত্রকে মোকাবেলা করে বর্তমান প্রধানমন্ত্রী যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশের এ অগ্রগতিকে থামিয়ে দিতে একটি গোষ্ঠি বলছে এদেশে আইএস রয়েছে। আমরা পরিস্কার ভাষায় বলতে চাই আপনাদের মতো ভালো মানুষ আমাদের পাশে থাকলে জঙ্গিদের মূল থেকে উৎখাত করতে পারবো।’

অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল, চাঁদপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এমএ ওয়াদুদ, জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি ওচমান গণি পাটোয়ারী, স্বাধীনতাপদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, সাবেক আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম, হাজিগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধাপক আ. রশিদ মজুমদা, হাজিগঞ্জ পৌর চেয়ারম্যান আসম মাহবুবুল ইলম লিপন, মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল ইলম মঞ্জু, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি বিএম হান্নান, সাবেক সভাপতি কাজী শাহাদাত প্রমুখ।

স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ০৯:৩০ পিএম, ২২ আগস্ট ২০১৬, সোমবার
ডিএইচ

Share