Home / জাতীয় / আজ প্রধানমন্ত্রীর জঙ্গিবিরোধী ভিডিও কনফারেন্স

আজ প্রধানমন্ত্রীর জঙ্গিবিরোধী ভিডিও কনফারেন্স

উগ্র সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ এবং সন্ত্রাসের বিপক্ষে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার(১২ নভেম্বর) জয়পুরহাট জেলাসহ রাজশাহী বিভাগের ৮ জেলায় একসঙ্গে ভিডিও কনফারেন্সিং করবেন।

শুক্রবার (১০ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো. আব্দুর রহিম এ তথ্য জানান। খবর বাসস এর।

জয়পুরহাটের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এ ভিডিও কনফারেন্সিং সমাবেশের আয়োজন করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় উগ্রবাদ এবং সন্ত্রাসী কার্যক্রমের ঘৃণ্য পরিণতি দেখা গেছে গুলশান ও শোলাকিয়ায়। একশ্রেণির উগ্র সাম্প্রদায়িক ব্যক্তি স্থানীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আর ওই সময় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভাগ ও জেলা পর্যায়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করার ফলে জনগণের মধ্যে জঙ্গিবাদবিরোধী সচেতনতা গড়ে ওঠে এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।

জঙ্গিবাদবিরোধী কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, আলেম সমাজ, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিওকর্মী, ছাত্রছাত্রীসহ সর্বস্তরের জনসাধারণ ভিডিও কনফারেন্সিংয়ে অংশগ্রহণ করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের সাথে ভিডিও কনফারেন্সিং, লাইভ টেলিকাস্ট ও মাল্টিমিডিয়ার মাধ্যমে সম্পৃক্ত হয়ে দিকনির্দেশনা প্রদান করবেন।

এ ভার্চুয়াল জনসভার মাধ্যমে সরসরি জনগণকে পরামর্শ প্রদান ছাড়াও মাদকবিরোধী মনোভাব গড়ে তোলা ও দেশের উন্নয়ন এবং অগ্রগতি সম্পর্কে মতবিনিময় করার সুযোগও রয়েছে।

জেলা শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে ভিডিও কনফারেন্সিং সমাবেশ ছাড়াও উপজেলা, ইউনিয়ন, গ্রোথ সেন্টার, হাটবাজার, স্কুল-কলেজ, মাদ্রাসাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক ।। আপডটে, বাংলাদশে সময় ১১ : ৫৯ পিএম, ১১ নভেম্বর ২০১৬, শুক্রবার
এইউ

Leave a Reply