Home / চাঁদপুর / জঙ্গিবিরোধী ফুটবল টুর্নামেন্টে চাঁদপুরে অনেক খেলোয়াড় তৈরি হয়েছে
sp-samsunnahar

জঙ্গিবিরোধী ফুটবল টুর্নামেন্টে চাঁদপুরে অনেক খেলোয়াড় তৈরি হয়েছে

চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার বলেছেন, মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও জঙ্গিবিরোধী ফুটবল টুর্নামেন্টে জেলার তরুণ সমাজের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। এতোদিন খেলা হয়েছে বিভিন্ন অঞ্চল ভিত্তিক। এখন খেলা হবে জেলাভিত্তিক। একটি স্বার্থান্বেষী মহল জঙ্গিবাদ উস্কে দিতে পারে, সে বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। এ খেলার মাধ্যমে জঙ্গিবাদ দূর হওয়া ছাড়াও জেলাব্যাপি কিছু ভালোমানের খেলোয়াড় তৈরি হয়েছে।’

সোমবার (২২ জানুয়ারি) চাঁদপুর মডেল থানায় মাদক, বাল্য বিবাহ, জঙ্গি ও সন্ত্রাসবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষ্যে, জনপ্রতিনিধি ও কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘সমাজ থেকে মাদক, বাল্যবিয়ে, জঙ্গিবাদ ও সন্ত্রাস দুর করার জন্য আমরা জেলা পর্যায়ে যে খেলার আয়োজন করেছি এ খেলায় আপনারা যে ভাবে সাড়া দিয়েছেন তাতে আমি সত্যি খুব অভিভূত। তবে এ খেলায় আমাদের মূল যে উদ্দেশ্য সেদিকে সকলকে মনোযোগী হতে হবে।’

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়ালী উল্যাহ অলির সভাপতিত্বে ও চাঁদপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সালাউদ্দিন মো. জিন্নাহর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ডা. এ কিউ রুহল আমিন, সাধারণ সম্পাদক সূফী খায়রুল আলম খোকন, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির, আয়শা রহমান, কাউন্সিলর ডিএম শাহজাহান, নাছির চোকদার, আয়শা রহমান, সাহনাজ আলমগীর, শাহ মাহমুদ ইউনিয়নের চেয়ারম্যান স্বপন মাহমুদ, হানারচর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছাত্তার রাঢ়ী, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজী হযরত আলী, বালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, রামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, পুলিশ সদস্য ও কমিউনিটি পুলিশিংয়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রতিবেদক- কবির হোসেন মিজি
: আপডেট, বাংলাদেশ সময় ০৭:৪৩ পিএম, ২২ জানুয়ারি ২০১৮, সোমবার
ডিএইচ