চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহাদাৎ হোসেন বলেছেন, ‘জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও বাল্যবিয়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের সোচ্চার হতে হবে । এ ব্যাপারে চাঁদপুর জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ ইতিমধ্যে জিরো টলারেন্স ঘোষণা করেছে । ’
সোমবার (২৭ মার্চ) চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ানুষ্ঠান ও বাষিক মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘কলেজে মাদক ও বাল্য বিয়ের ব্যাপারে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন হতে হবে ।এ ব্যাপারে কোন তথ্য থাকলে প্রশাসনকে জানাবেন । তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে । লখাপড়ার বিকল্প নেই । একজন শিক্ষার্থীকে লেখাপড়া করে সু-নাগরিক হতে হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর খুবই গুরুত্বপূর্ণ । বিশেষ করে চাকরির ক্ষেত্রে কিংবা বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের গুরুত্ব অপরীসীম । তাই প্রত্যেক শিক্ষার্থীকে ভালো ফলাফল অর্জন করতে হবে এবং পাশাপাশি আইসিটির উপর দক্ষ হতে হবে।’
প্রতিষ্ঠান সম্পর্কে তিনি বলেন, ‘চাঁদপুর সদরের প্রথম বেসরকারি এ কলেজটি প্রাচীনতম ও সুনামধর্মী প্রতিষ্ঠান। এখান থেকে ছেলে-মেয়েরা উচ্চ শিক্ষার সুযোগ পাচ্ছে । আশা করছি এ বছরও ভালো ফলাফলের মাধ্যমে কলেজের সুনাম খ্যাতি তারা অর্জন করবে ।
জিলানী চিশতী কলেজ গভনির্ং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুনঅর রশিদ ।
কলেজ গভনির্ং বডির সদস্য ও উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের নির্বাচিত সদস্য মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী, চাঁদপুর জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল হান্নান সবুজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির তালুকদার, শাহতলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি আব্দুল মতিন তপাদার ভুট্রো।
কলেজের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আলেয়া চৌধুরী,প্রভাষক মোঃ জহিরুল ইসলাম মুরাদ,পরীক্ষার্থী ফাতেমাতুজ জোহরা, ১ম বর্ষ ছাত্র জয়নাল আবেদীন প্রমুখ
করেসপন্ডেন্ট
আপডেট, বাংলাদেশ সময় ০৮: ১৭ পিএম, ২৭ মার্চ ২০১৭, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur