Home / চাঁদপুর / চাঁদপুরে মাদক ও জঙ্গিবাদ বিরোধী ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
মাদক ও জঙ্গিবাদ বিরোধী ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

চাঁদপুরে মাদক ও জঙ্গিবাদ বিরোধী ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

চাঁদপুর সদর তরপুরচন্ডী ইউনিয়নে স্থানীয় সামাজিক সংগঠন গ্রামবাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ বিরোধী ক্রিকেট টুর্নামেণ্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে আনন্দবাজার সংলগ্ন আব্দুল আউয়াল গাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালি উল্লাহ অলি।

স্থানীয় ইউপি সদস্য আরশাদ মোল্লার সভাপতিত্বে ও সহকারী উপ-পরিদর্শক পলাশ বড়–য়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মডেল থানার ইন্সপেক্টর (সিপিও) মো. হারুনুর রশিদ, সদর থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি সালেহ আহমেদ জিন্নাহ, তরপুরচন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোস্তফা মাল, ইউপি সদস্য মোস্তফা বন্দুকশী, মালেক দেওয়ান প্রমুখ।

মাসব্যাপি টুর্নামেণ্টে ১০ দল অংশগ্রহণ করে। ফাইনালে আনন্দ ক্রীড়া চক্র লাল-সবুজ স্পোন্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

প্রতিবেদক : কবির হোসেন মিজি
: আপডেট, বাংলাদেশ ২ : ০০ এএম, ০৬ অক্টোবর, ২০১৭ শুক্রবার
এইউ

Leave a Reply