দেশের ছয় জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ১১ জন। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ভোর থেকে দুপুর পর্যন্ত এসব বজ্রপাত হয়।
মধুপুর (টাঙ্গাইল): মধুপুর বনাঞ্চলে বজ্রপাতে দুই ছেলে ও বাবার মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন- নিখিল হাজং (৪৫) এবং তার ছেলে জর্জ সিমসাং (১০) ও লোটন সিমসাং (৮)।
ভোরে মধুপুর বনের মাগন্তিনগর পচারচনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এসময় নিখিলের স্ত্রী জনতা সিমসাং (৪০) আহত হন।
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নে বজ্রপাতে নিজ ঘরে মা-ছেলে নিহত হয়েছেন। সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন-একই এলাকার মা ললিতা বেগম (৪০) ও তার ছেলে রিমন মিয়া (১৫)।
সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলায় বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন একজন।
সকালে দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের চানপুর গ্রামে বজ্রপাতে শ্যামরান হোসেন (১২) নামে একটি শিশুর মৃত্যু হয়।
এছাড়া সকাল ৭টার দিকে উপজেলার মাটিয়াপুর গ্রামে বজ্রপাত হলে শামীম মিয়া (৪৫) ও তহুর মিয়া (৩৫) নামে আরো দু’জন মারা যান।
অপরদিকে, শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, শাল্লা উপজেলার শ্রীহাইল এলাকায় বজ্রপাতে হৃদয় মিয়া (১৮), ইমন মিয়া (১০) ও সাহিনুল ইসলাম (২৪) মারা গেছেন। এতে শিশু মিয়া (১৪) নামে এক কিশোর আহত হয়।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের রাইল্লা মধ্যপাড়া গ্রামে বজ্রপাতে মাইজ উদ্দিন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সকালে এ দুর্ঘটনা ঘটে।
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হাসিনা নগর এলাকায় বজ্রপাতে পিয়ারু মুসাহার (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এতে হয়েছেন আরো ছয়জন। দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রংপুরের বদরগঞ্জে পৃথক বজ্রপাতে সন্ধ্যা রানী (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও চার জন। দুপুরে উপজেলার রামনাথপুর ইউনিয়নের ট্যাকসের হাট দক্ষিণ পাড়া, সর্দার পাড়া ও হাছিনা নগর নামা পাড়ায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।
আহতরা হলেন- আতিজা (৩৫), সেকেন্দার আলী (৬৫), হাফিজুল (৪০) ও খুশবু (৩৫)(বাংলা নিউজ)
নিউজ ডেস্ক ।।আপডটে, বাংলাদশে সময় ০৮:০৮ পিএম,২০ সেপ্টেম্বন ২০১৬ মোঙ্গলবার
এইউ