হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আনসারুল্লাহ বাংলা টিমের ছয় জঙ্গি যেন দেশত্যাগ করতে না পারে সে জন্য বিমানবন্দর ও স্থলবন্দরে সতর্কতা জারি করা হয়েছে।
আজ শুক্রবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাঁর বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত কয়েক বছরে দেশে ব্লগার ও ভিন্ন মতাবলম্বী বেশ কয়েকজন হত্যার শিকার হয়েছে।
অনেকগুলো হত্যার সঙ্গে এই ছয়জন জড়িত আছেন বলে প্রমাণ পাওয়া গেছে। এদের ধরতে তাই চেষ্টা চালানো হচ্ছে।
গত ১৯ মে পুলিশ ছয় সন্দেহভাজন হত্যাকারীর ছবি প্রকাশ করে। এদের ধরতে পুরস্কারও ঘোষণা করা হয়।(কালের কন্ঠ)
নিউজ ডেস্ক : আপডেট ৪:৪২ পিএম, ২০ মে ২০১৬, শুক্রবার
এইউ