Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / জেডিসি পরীক্ষায় ৭ মাদ্রাসায় ২১ শিক্ষার্থীর বৃত্তি
Motlob Dokkhin
প্রতীকী

জেডিসি পরীক্ষায় ৭ মাদ্রাসায় ২১ শিক্ষার্থীর বৃত্তি

চাঁদপুরের মতলব দক্ষিণে অষ্টম শ্রেণির জেডিসি পরীক্ষায় ১৯টি মাদ্রাসার মধ্যে ৭টি মাদ্রাসায় ২১ জন ছাত্র ছাত্রী বৃত্তি লাভ করেছে।

কাচিয়ারা জামালিয়া আলীম মাদ্রাসা থেকে ৬ জন, ট্যালেন্টপুলে ৪ জন। তারা হলো- নাজমুল হক, শারমিন আক্তার, রাবেয়া আক্তার, মাহাবুবা আক্তার। সাধারণ গ্রেডে ২ জন। তারা হলো- শাহনুর রহমান ও ফেরদৌসী আক্তার।

মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকেও ৬ জন বৃত্তি লাভ করেছে। ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে ১ জন। তার নাম- মায়িশা মিহযাবীন। সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৫ জন, তারা হলো- জুনায়েদ আহম্মেদ, মো. কবির হোসেন, সাইদুল ইসলাম শাকিল, নায়মুর রহমান, ফাহিমা আক্তার, নওগাঁও মাদ্রাসা থেকে ২ দুই জন।

তারা হলো- আফজল হোসেন (ট্যালেন্টপুল), শাকিল খান (সাধারণ গ্রেড)। খর্গপুর ফাজিল মাদ্রসা থেকে ৪ জন, তারা হলো- মাসুদ রানা (ট্যালেন্টপুল), সাধারন গ্রেডে শামীম হোসেন, সাবিনা আক্তার, মেহেরন নেছা।

ঘিলাতলী ফাজিল মাদ্রাসা থেকে ১ জন আসমা আক্তার (সাধারণ গ্রেড), ঘোড়াধারী ইসলামিয়া দাকিল মাদ্রাসা থেকে ১ জন, তার নাম আয়েশা আক্তার (সাধারণ গ্রেড)।

মাহফজু মল্লিক
: আপডেট, বাংলাদেশ সময় ০১: ০০ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৭, সোমবার
ডিএইচ

Leave a Reply