যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ভালো করতে পারেননি। মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন আর পারভেজ হোসেন ইমনও হলেন ব্যর্থ। বিসিবি একাদশের হয়ে খেলতে নামা এ চারজনের সম্মিলিত রান ৩৮। তবে আকবরদের ব্যর্থতার দিনে ব্যাট হাতে আলো ছড়ালেন ‘ছোট তামিম’ খ্যাত তানজিদ হাসান। সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।
২৯১/৭ নিয়ে আজ সকালে প্রথম ইনিংস ঘোষণা করে জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে ৬৯ রানেই ৫ উইকেট খুইয়ে বসে বিসিবি একাদশ। জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ নাঈম শেখ ১১ রান করে আউট হন। অনূর্ধ্ব-১৯ দলের তারকা পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে আসে ৬৬ বলে ৩৪ রান।
মাহমুদুল হাসান জয় ও আকবর আকবর আলী প্রত্যেকেই ১ রান করে আউট হন। শাহাদাত হোসেন করেন ২ রান। ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৪০ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন তানজিদ। চা বিরতি পর্যন্ত ৯৩ বলে ১১২ রানে অপরাজিত আছেন তিনি। তানজিদ ১২ বাউন্ডারির সঙ্গে ছক্কা হাঁকিয়েছেন ৫টি। অধিনায়ক আল আমিন ১৩৬ বলে ৯৪ রানে অপরাজিত আছেন। ইনিংসটি সাজিয়েছেন ১৬ চারে। আর বিসিবি একাদশের সংগ্রহ ৫৭ ওভারে ২৬৯/৫। পঞ্চম উইকেটে জুটি ২০০ রানে।
বার্তা কক্ষ, ১৯ ফেব্রুয়ারি ২০২০