মতলব উত্তর

ছেংগারচর পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাঁদপুর জেলা কমিটি কর্তৃক ছেংগারচর পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ১৬ আগস্ট জেলা বিএনপি আহ্বায়ক শেখ ফরিদ আহম্মেদ মানিক স্বাক্ষরিত ১০১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন লাভ করে।

এতে নান্নু মিয়া প্রধান কে সভাপতি এবং জাহাঙ্গীর আলম প্রধান কে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির নেতৃবৃন্দ হলেনঃ

১•সভাপতি নান্নু মিয়া প্রধান ২•সহ-সভাপতি অলি উল্লাহ চৌধুরী ৩•সহ-সভাপতি মেরাজ সরকার ৪•সহ-সভাপতি এনামুল হক দুলাল ৫•সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা ৬•সহ’সভাপতি বোরহান ফরাজী ৭•সহ’সভাপতি আলী আজম প্রধান ৮•সহ-সভাপতি আব্দুল মান্নান লস্কর ৯•সহ-সভাপতি আশ্রাফ উদ্দিন ঢালী ১০•সহ’সভাপতি আব্দুল মতিন কমিশনার ১১•সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান ১২•যুগ্ম সাধারণ সম্পাদক এড.আনিসুর রহমান ১৩•যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ফরাজী ১৪•যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার খাঁন ১৫•কোষাধ্যক্ষ আব্দুল মালেক প্রধান ১৬•সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী ১৭•সাংগঠনিক সম্পাদক হালিম সরদার ১৮•দপ্তর সম্পাদক মনসুর হেলাল প্রধান ১৯•প্রচার ও প্রকাশনা সম্পাদক আক্তার হোসেন ২০•মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নূরুল হক সরকার ২১•মহিলা বিষয়ক সম্পাদক আকলিমা আক্তার ২২•কৃষি বিষয়ক সম্পাদক আজম খান ২৩•যুব বিষয়ক সম্পাদক আল আমিন মোল্লা ২৪•ছাত্র বিষয়ক সম্পাদক শাহরিয়ার কামাল ২৫•শ্রম বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী স্টার ২৬•স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ইউসুফ সরকার ২৭•প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ফারুক আনান ২৮•তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আল আমিন সরকার ২৯•প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন ৩০•স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক শহীদ উল্লাহ সরকার ৩১•ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক খোরশেদ সরদার ৩২•ক্ষুদ্র ঋন ও সমবায় বিষয়ক সম্পাদকশহীদ উল্লা সিকদার ৩৩•মানবাধিকার বিষয়ক সম্পাদক মফিজুল ইসলাম সরকার ৩৪•গনশক্ষা বিষয়ক সম্পাদক সোবহান ক্বারী ৩৫•স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবুল হোসেন গাজী ৩৬•ধর্ম বিষয়ক সম্পাদক আসলাম সরকার ৩৭•ক্রীড়া বিষয়ক সম্পাদক রিপন মিয়া ৩৮•পরিবেশ বিষয়ক সম্পাদক হানিফ সরকার ৩৯•সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সানা উল্লাহ সরকার।

৪০•মৎস্যজীবি বিষয়ক সম্পাদক তোফাজ্জল ইসলাম ৪১•তাঁতী বিষয়ক সম্পাদক আহাম্মদ দেওয়ান ৪২•সহ-কোষাধ্যক্ষ ওবায়েদ প্রধান ৪৩•সহ-সাংগঠনিক সম্পাদক মানিক সর্দার ৪৪•সহ-সাংগঠনিক সম্পাদক ইসমাইল খান ৪৫•সহ-দপ্তর সম্পাদক শাহিন খান ৪৬•সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহ আলম ৪৭•সহ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন প্রধান ৪৮•সহ-ধর্ম বিষয়ক সম্পাদক বাবুল মোল্লা ৪৯•সহ-মহিলা বিষয়ক সম্পাদক লায়লা শাখওয়াত ৫০•সহ-যুব বিষয়ক সম্পাদক আব্দুল বাতেন ৫১•সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক নবী বেপারী ৫২•সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন ৫৩•সহ-শ্রম বিষয়ক সম্পাদক নূর নবী ৫৪•সহ-প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ছলেমান প্রধান ৫৫•সহ-কৃষি বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন প্রধান ৫৬•সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন।

কার্যকরি সদস্যঃ

৫৭•ফিরোজ আহমেদ ৫৮•সারোয়ারুল আবেদীন খোকন ৫৯•আব্দুল হক শিকদার ৬০•খোরশেদ আলম মোল্লা ৬১•শাহজাহান সরকার ৬২•শরীফ উদ্দিন চৌধুরী ৬৩•কবির সরকার ৬৪•ফয়সাল রহমান ডালিম ৬৫•আব্দুল খালেক ঢালী ৬৬•বাবুল সরকার ৬৭•নূর নবী দেওয়ান ৬৮•হালিম সরকার ৬৯•এহসান দেওয়ান ৭০•মোঃ কাঞ্চন ৭১•মুন্না সরকার ৭২•কবির বেপারি ৭৩•আক্তার বেপারি ৭৪•আসাদ সরকার ৭৫•মজিবুর রহমান ৭৬•মোখলেছুর রহমান মহসিন ৭৭•দিদার সরকার ৭৮•হেলাল সরকার ৭৯•আবুল হোসেন ৮০•লুৎফর সরকার ৮১•আব্দুল খালেক ৮২•হিমু সরকার ৮৩•শাহআলম ৮৪•মোশারফ হোসেন কবির ৮৫•জাহাঙ্গীর আলম ৮৬•হান্নান লস্কর ৮৭•আবুল কালাম আজাদ ৮৮•মোজাম্মেল কাজী ৮৯•নূরু খাঁন ৯০•মনির সরকার ৯১•বিল্লাল হোসেন সরকার ৯২•বোরহান ঢালী ৯৩•আলমগীর সরকার ৯৩•আলী আজম প্রধান ৯৫•ফজলু মিয়া ৯৬•রাজিব হোসেন ৯৭•কামরুল হুদা দিনার ৯৮•আশ্রাফুল আলম ৯৯•আবু তাহের সুমন ১০০•শাকিল খাঁন ১০১•জহিরুল ইসলাম প্রধান।

করেসপন্ডেট,২০ আগস্ট ২০২০

Share