মতলব উত্তর

ছেংগারচর মডেল উবিতে মাদক, ইভটিজিং জঙ্গিবিরোধী মানববন্ধন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) সকালে ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় শিক্ষক, শিক্ষার্থীরা বিভিন্ন সচেতনতামূলক লেখাসম্বলিত প্লেকার্ড নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন।

ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচিতে নেতৃত্ব প্রদান করেন, ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেনজির আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন- সিনিয়র শিক্ষক আব্দুল হক খান বিএসসি, মোঃ গোলাম সারওয়ার মোঃ আয়াত আলী, মোঃ ইউনুস আলী, মোঃ কবির আহমেদ, নুর মোহাম্মদ, নার্গিস আক্তার, সহকারি শিক্ষক উম্মে সালমা মল্লিকা, রুমা আক্তার, গোলাম মোস্তফা, কানিজ ফাতেমা, শাহীন মিয়া, মোঃ আইয়ুব আলী, সিরাজুল ইসলাম, মোহসিন আলম,জহিরুল ইসলাম প্রমুখ।

খান মোহাম্মদ কামাল
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৫৭ পিএম, ১০ জানুয়ারি ২০১৮, বুধবার
ডিএইচ

Share