চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। ১২ জুন চাঁদপুর জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ছেংগারচর পৌর শ্রমিক দলের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গোলাম রাব্বানী ষ্টার, সিনিয়র সহ-সভাপতি পদে মহন বেপারী, সাধারণ সম্পাদক পদে মোঃ আক্তারুজ্জামান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাদশা মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ মানিক মিয়া ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ সাদ্দাম হোসেন। এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক,১৬ জুন ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur