Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / ছেংগারচর পৌর বিএনপি নেতা আবুল হোসেন গাজীর মৃত্যু
বিএনপি

ছেংগারচর পৌর বিএনপি নেতা আবুল হোসেন গাজীর মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার তালতলী গ্রামের সাবেক ইউপি সদস্য, ছেংগারচর পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি এবং তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি,(দাতা সদস্য) মোঃ আবুল হোসেন গাজী গত ২৯ আগস্ট মঙ্গলবার রাত ১০ টার সময় ইন্তেকাল করেছেন,(ইন্না ল্লিাহি য়ো ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন।

গত ৩০ আগস্ট বুধবার বাদ জোহর তালতলী সরকারি প্রাথমিক বিদ্যারয় প্রাঙ্গণে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুম মোঃ আবুল হোসেন গাজীর জানাজা নামাজে অংশ গ্রহণ করেন, সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ডঃ শাহআলম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড.জালাল আহম্মেদ, বাংলাদেশ কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিষ্টার ওবায়দুর রহমান টিপু, মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. ফজলুল সরকার হান্নান, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকারসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সুধিসমাজ,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসলমানরা অংশ গ্রহণ করেন। জানাজা নামাজ-এ ইমামতী করেন মরহুমের ছোট ছেলে হাফেজ গাজী মোঃ এমদাদুল হক মানিক। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়ে বক্তব্য রাখেন, মরহুমের ছোটভাই শিক্ষা অফিসার গাজী আনোয়ার হোসেন, এবং তার বড় ছেলে গাজী মোঃ ইকবাল হোসেন স্বপন।

এদিকে ছেংগারচর পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মরহুম মোঃ আবুল হোসেন গাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও গভীর সমবেদনা জ্ঞাপন করেন, সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র, চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ তানভীর হুদা। এছাড়া মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ জয়নাল আহমেদ, সাধারণ সম্পাদক কে এম ইয়াসিন রাসেদ সানি,মতলব উত্তর উপজেলা ইসলামী আন্দোলন এর সভাপতি হাফেজ মোঃ হাবিবুর রহমান, সাধারন সম্পাদক ডালিম চৌধুরী,জাতীয় মানবাধিকার সমিতির সভাপতি গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল্লাহ প্রধান, সাধারণ সম্পাদক কবি নূরমোহাম্মদ প্রমূক।

নিজস্ব প্রতিবেদক, ৫ সেপ্টেম্বর ২০২৩