মতলব উত্তর

ছেংগারচর পৌর কর্মকর্তা-কর্মচারীদের ১ ঘণ্টা কলম বিরতি

‘পৌরবাসীর যত সেবা-পৌর কর্মকর্তা-কর্মচারী করেন তা,শ্রম অনুপাতে মর্যাদা চাই-রাষ্ট্রীয় কোষাগার হতে বেতন ভাতা চাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলরের ছেংগারচর পৌর কর্মকর্তা-কর্মচারীরা কে›দ্রিয় কর্মসূচির আন্দোলনের অংশ হিসেবে বুধবার (২৬ এপ্রিল ) ১ ঘন্টা কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন।

পৌর পরিষদ প্রাঙ্গণে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এ ১ ঘন্টা কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে ছেংগারচর পৌরসভার সচিব শাহ সুফিয়ান খান, সহকারী প্রকৌশলী মো.দেলোয়ার হোসেন, প্রধান সহকারী মোহাম্মদ উল্যাহ নিপু. হিসাব রক্ষক মো. সোহরাব হোসেন, মো. রায়হান,কর আদায়কারী মো. হারুন উর রশিদ, মো. মাহাবুবুল হক, কাঙ্গাল চন্দ্র দাস,শিব সংকর দাস,মো.বেলবিন সরকার,মো.বাচ্চু মিয়া,আবুল কাশেম,মুক্তা আক্তার, আ.মান্নানসহ পৌর পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এতে অংশ গ্রহণ করেন।

প্রতিবেদক: খান মোহাম্মদ কামাল
আপডেট, বাংলাদেশ সময় ৬ : ৫০ পিএম,২৬ এপ্রিল ২০১৭, বুধবার
এজি

Share