Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / ছেংগারচর পৌরসভার পঞ্চম বার্ষিক উন্নয়ন পরিকল্পনা সভা
ছেংগারচর পৌরসভার পঞ্চম বার্ষিক উন্নয়ন পরিকল্পনা সভা

ছেংগারচর পৌরসভার পঞ্চম বার্ষিক উন্নয়ন পরিকল্পনা সভা

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার পঞ্চম বার্ষিকী উন্নয়ন পরিকল্পনা প্রনয়নেরন জন্য নগর সমন্বয় (টিএলসিসি) সদস্যদের নিয়ে কর্মশালা মঙ্গলবার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে।

জাইকার এসপিজিপি এর সার্বিক সহযোগিতায়ন আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল আলম জর্জ।

প্রধান অতিথির বক্তব্যে ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল আলম জর্জ বলেছেন, ‘ছেংগারচর পৌরসভাকে আধুনিকায়ন ও যুগোপযুগী করে তোলার জন্য এবং মতলবকে আধুনিক ও সিঙ্গাপুর আদলে তৈরির স্বপ্ন দেখছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) এমপি। ’

তিনি আরো বলেন, ‘ছেংগারচর পৌরসভা মায়া ভাইয়ের হাত দিয়ে প্রতিষ্ঠিত। এ পৌরসভাকে তিনি চট্রগ্রাম বিভাগের মধ্যে একটি শ্রেষ্ঠ পৌরসভা হিসেবে গড়ে তোলার জন্য তিনি দিন-রাত কাজ করে যাচ্ছেন। তার নির্দেশনা এবং সহযোগিতায় আমিসহ আমার সকল কাউন্সলরা ছেংগারচর পৌরসাবীর সকল চাহিদা পুরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’

রফিকুল আলম জর্জ আরো বলেন, জাপানের জাইকার মাধ্যমে পৌরসভার নাগরিকদের সেবার মানোন্নয়নে ইতিমধ্যে অনেক উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে। এসব কাজ বাস্তবায়ন হলে এ পৌরসভা হবে চট্রগ্রাম বিভাগের মধ্যে একটি আর্দশ পৌরসভা

জাইকার এসপিজিপি এর সার্বিক সহযোগিতায়ন আয়োজিত এ কর্মশালার সার্বিক তত্বাবধানে ছিলেন, জাইকার প্রতিনিধি সোহরাব হোসেন ও আসাদুজ্জামান। কর্মশালার পরিচালনায় ছিলেন, ছেংগারচর পৌরসভার সচিব মোঃ শাহ আবু সুফিয়ান খান। কর্মশালায় বক্তব্য রাখেন, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র ও জেজেডি ফ্রেন্ডস ফোরামের মতলবের আহবায়ক আলহাজ্ব রুহুল আমিন মোল্লা, পৌরসভার সহকারী প্রকৌশলী আলহাজ্ব আবুল আনছারী, ছেংগারচর পৌর আ’লীগের সভাপতি আলহাজ্ব মনির হোসেন বেপারী, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, পৌর কাউন্সলর আঃ সালাম খান, শাহাদাত হোসেন খোকন ঢালী, মোঃ জহিরুল হক, আঃ মান্নান বেপারী, আল-আমিন সরকার, আঃ কুদ্দুস মাস্টার, বোরহান উদ্দিন প্রধান, আহসান হাবীব, মহিলা কাউন্সলর মনোয়ারা বেগম, মিল্লাতুন্নেছা মিলি, শিউলী বেগম, পৌরসভার হিসাব রক্ষক সোহরাব হোসেন, প্রধান অফিস সহকারী মাহমুদ উল্যাহ সরকার নিপু, বিশিষ্ট সমাজ সেবক মফিজুল ইসলাম সরকার মোহন, আ’লীগ নেতা জাহাঙ্গীর আরম ভুইয়া, ছেংগারচর পৌর বাজার বনিক সমবায় সমিতি রিঃ এর সভাপতি মোবারক হোসেন মুফতি, আলীগ নেতা আঃ সাত্তার বাবু, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহ আলম প্রধান, মোঃ আহসান উর‌্যাহ দর্জি,পৌর যুবলীগের প্রচার সম্পাদক মিজানুর রহমান বেপারী, ছেংগারচর ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ আহসান উল্যাহ সরকার, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহাবুব আলম বাবু, ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা মোসলেম দেওয়ান, পৌর যুবলীগ নেতা একে আজাদ বেপারী প্রমূখ।

অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫২তম জন্মদিন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা করেন, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল আলম জর্জ। পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের বুলেটের আঘাতে নিহত বঙ্গবন্ধুসহ পরিবারের সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল আলম জর্জ।

খান মোহাম্মদ কামাল : আপডেট, বাংলাদেশ সময় ১০:৪০ পিএম, ১৮ অক্টোবর ২০১৬, মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply