ছেংগারচর পৌরসভায় অসহায়দের মাঝে কম্বল বিতরণ

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য সাজেদুল হোসেন দীপু চৌধুরীর পক্ষ থেকে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় দুস্থ,অসহায় ও গরীবদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারী) বিকেলে উপজেলার ছেংগারচর পৌর আওয়ামী যুবলীগের কার্যালয়ে দুস্থ,অসহায় ও গরীবদের মাঝে শীতবস্ত্র হিসেবে এসব কম্বল বিতরণ করা হয়।

এ উপলক্ষে ছেংগারচর পৌর আ’লীগের সভাপতি হাজ্বী মনির হোসেন বেপারীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আল মাহমুদ টিটু মোল্লার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির খান, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ শামীম প্রধান, ছেংগারচর পৌর কৃষকলীগের সভাপতি আঃ কাদের প্রধান, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহবায়ক মনির হোসেন, পৌরসভার সাবেক কমিশনার ও পৌর আ’লীগ নেতা মোঃ খোকন প্রধান, ছেংগারচর পৌর মৎস্যজীবীলীগের নব-নির্বাচিত সভাপতি মোঃ জনি সরকার,ছেংগারচর পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি মিল্লাতুনেছা মিলি, সাধারণ সম্পাদক শিউলী আক্তার,উপজেলা যুবমহিলালীগের সাধারণ সম্পাদক আকলিমা আক্তার, পৌর যুবলীগ নেতা মোঃ ইসমাইল হোসেন প্রমূখ।

এসময় ছেংগারচর পৌর আ’লীগ নেতা চাঁন মিয়া সরকার,ছেংগারচর পৌর আ’লীগের ৫নং ওয়ার্ড আ’লীগের সভাপতি রেহান উদ্দিন প্রমানিক, সাধারণ সম্পাদক মোসলেম দেওয়ান, উপজেলা মৎস্যজীবীলীগের নব-নির্বাচিত সহ-সভাপতি মোঃ ইদ্রিস আলী, ৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ রুহুল আমিন প্রধান, ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ দুলাল সরকার, সাধারণ সম্পাদক শাহজালাল খান, ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি রফিকুল ইসলাম , ৭নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক ফেরদাউস আলম, ৮নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক শাহ আলম মিয়াজী, পৌর আ’লীগ নেতা বাচ্চু প্রধান, শফিকুল ইসলাম, ছেংগারচর পৌর মৎস্যজীবীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিন বেপারী, যুবলীগ নেতা রাজিব খান, সোহেল রানা, উপজেলা মোটরসাইকেল গ্যারেজ মালিক সমিতির সভাপতি আমিন মিয়াজী, শ্রমিকলীগ নেতা আবুল কালাম, কবির হোসেন সরকার, যুবলীগ নেতা আবুল কালাম, পৌর ছাত্রলীগ নেতা আরমান কাজী,সহ পৌর আ’লীগ,অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য সাজেদুল হোসেন দিপু চৌধুরী এবং তার পরিবার মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌরসভায় সর্বদা শীতার্ত মানুষের পাশে ছিলেন। এবছরও তিনি উপজেলায় প্রায় ৪ হাজার দুস্থ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন। তারই ধারাবাহিকতায় আজকে ছেংগারচর পৌরসভার আওয়ামী যুবলীগ কার্যালয়ে প্রতিটি ওয়ার্ডের দুস্থ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে।

তারা আরও বলেন,মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের পক্ষ থেকে প্রতিটি এলাকায় দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। মানুষের কল্যাণে তিনি সবসময় কাজ করেছেন। শীতে মানুষ যেন কষ্ট না পায় সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সরকার মানুষের পাশে রয়েছে।

নিজস্ব প্রতিবেদক, ২৩ জানুয়ারি ২০২৩

Share