Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / ছেংগারচর পৌরসভায় শিল্পপতি মানিকের উদ্যোগে ইফতার
পৌরসভায়

ছেংগারচর পৌরসভায় শিল্পপতি মানিকের উদ্যোগে ইফতার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার পাঁচগাছিয়া গ্রামের বিশিষ্ট শিল্পপতি, ও সমাজ সেবক, পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদরাসার প্রতিষ্ঠাতা দানবীর মাজাকাত হারুন মানিক সাহেবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) উপজেলার ছেংগারচর পৌরসভার অত্যান্ত মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদরাসা প্রাঙ্গণে আলোচনা সভা, মিলাদ, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিল ও দোয়ার অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি বৃন্দদেরকেস্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদরাসার প্রতিষ্ঠাতা মোঃ মাজাকাত হারুন মানিক।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৬১ নং চাঁদপুর-২ সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত প্রার্থী ডাঃ মোহাম্মদ আবদুল মোবিন।

বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ কামরুজ্জামানের সঞ্চলনায় এসময় বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আরমান হোসেন মুকুল, রেজাউল করিম,ছেংগারচর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন,ছেংগারচর পৌর তাতীদলের সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান প্রধান, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আলাউদ্দিন ফকির, ছেংগারচর পৌরসভার ৭ নাম্বার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন, মাদ্রাসার পেশ ইমাম ও খতিব মাওলানা হাবিবুর রহমান মোঃ রায়হান প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ও ছেংগারচর পৌরসভার শত’ শত’ রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক, সামাজিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ীবৃন্দ,সুধীবৃন্দ, বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার ছাত্র-শিক্ষক, এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা এ ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন। উক্ত ইফতার মাহফিলে মিলাদ,দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, পাঁচগাছিয়া বাইতুল মামুর জামে মসজিদের প্রিন্সিপাল হাফেজ মাওলানা মোঃ মাশরুরুল হক।

নিজস্ব প্রতিবেদক, ১৫ মার্চ ২০২৫