Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / ছেংগারচর পৌরসভায় বিএনপির ইফতার মাহফিল
পৌরসভায়

ছেংগারচর পৌরসভায় বিএনপির ইফতার মাহফিল

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ১,২, ও ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দীন আহমেদ এর পক্ষ থেকে ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২০ মার্চ) ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি মোঃ নান্নু মিয়া প্রধান। পরিচালনা করেন, ছেংগারচর পৌর যুবদলের সদস্য সচিব মোঃ আশরাফুল আলম সরকার।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মিয়া মনজুর আহমেদ স্বপন, ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ উজ্জল ফরাজী, উপজেলা যুবদলের আহবায়ক খায়রু হাসান বেনু,।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম- আহবায়ক রাশেদুজ্জামান টিপু, যুগ্ম- আহবায়ক পীর আঃ মান্নান সাগর, উপজেলা ছাত্রদলের আহবায়ক নূরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী, বিএনপি নেতা মোঃ কাউছার মেহেদী, ছেংগারচর পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ শাকিল খান প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌর বিএনপি নেতা টিপু ফরাজী, এআর বাবু খান,ছেংগারচর পৌর ছাত্রদলের সদস্য সচিব মোঃ ফরহাদ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মামুন সরকার, মুরাদ বেপারী,ছেংগারচর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান খান, ছেংগারচর কলেজ ছাত্রদলের আহবায়ক আব্দুর রহমান মুন্না, কলেজ ছাত্রদল নেতা রোমান, জুয়েল, পৌর যুবদল নেতা হাবিবুর রহমান প্রধানসহ ছেংগারচর পৌরসভার বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোতে হাফেজ আবু রায়হান।

প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন সরকার বলেন,জুলাই – আগষ্ট আন্দোলনের মধ্যে দিয়ে আজকে খোলা আকাশে নির্বিঘ্নে ইফতার মাহফিল আয়োজন করতে পেরে শুকরিয়া জানাচ্ছি। ফ্যাসিষ্ট সৈরাচারের কারনেণ আমাদের নেতাকর্মী রাতে বাড়িতে ঘুমাতে পারেনি। গত ১৬ বছর আন্দোলনের জুলাই আগষ্ট বিপ্লবের মধ্যে দিয়ে আমাদের ৮ হাজার নেতাকর্মী শহীদ হয়েছেন।

তিনি আরও বলেন,এই আন্দোলনের বিপ্লবের নেতৃত্বে ছিলেন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে চাই।বাংলাদেশের মানুষের আস্থা আছে বিএনপির উপর। দেশের মানুষ তাকিয়ে আছে বিএনপির উপর। যারা দলের দুর্নীতি দুর্নাম করবে তাদের বিরুদ্বে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির ব্যানার ব্যবহার করে দলের ভাবমূর্তি নষ্ট করবে তাদের স্থান বিএনপিতে হবে না। সকল ডেবিলদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে মুক্ত পরিবেশে মুক্ত বিহঙ্গে ইফতার মাহফিলের আয়োজন
জুলাই আন্দোলনের ফসল তারই।

আলমগীর সরকার বলেন,ফ্যাসিষ্ট আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে দিয়েছে। ধ্বংস করে দিয়েছে দেশের সকল অবকাঠামো। জুলাই -আগষ্ট ছাত্র জনতার আন্দোলন, তারেক রহমানের দিক নির্দেশনায় আমাদের স্বতঃস্ফূর্ত আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে দেশ আজ ফ্যাসিষ্ট ও স্বৈরাচার মুক্ত।

ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন নূরুল হুদা ফয়েজী। মোনাজাতে দেশের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করা হয়। একই সাথে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।

নিজস্ব প্রতিবেদক, ২০ মার্চ ২০২৫