Home / উপজেলা সংবাদ / ছেংগারচরে ৮ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা
Jorimana
প্রতীকী ছবি

ছেংগারচরে ৮ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে দু’দিনে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৮ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রোববার (২০ ডিসেম্বর) আচরণ বিধি লঙ্ঘনের দায়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারীকমিশনার (ভুমি) মোঃ নাসির উদ্দিন সরোয়ার ৫নং ওয়ার্ডের সাধারণ সাধারণ কাউন্সিলর প্রার্থী আঃ মান্নান বেপারী প্রতীক (পাঞ্জাবী) ওয়াজ মাহফিলে ৫০ বস্তা সিমেন্ট প্রদানের প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় ৪,০০০টাকা (চার হাজার) টাকা জরিমানা করেন।
৬নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী মোঃ আল-আমিন সরকার (ডালিম)কে নির্ধারিত মাপের চেয়ে বড় ব্যানার টানানোর দায়ে ২,০০০টাকা সংরক্ষিত ওয়ার্ড নং ৪,৫,৬ আসনে নাছিমা বেগমকে রঙিন পোস্টার নির্ধারিত মাপের চেয়ে বড় ব্যানার ও বিলবোর্ড টানানোর দায়ে ৬,০০০ টাকা জরিমানা করেন।

সোমবার (২১ ডিসেম্বর) সংরক্ষিত ওয়ার্ড নং-৭,৮,৯ আসনের প্রার্থী শাহিনা আক্তার প্রতীক (মৌমাছি)কে দেয়ালে পোস্টার সাজানোর দায়ে ১৫শ’ টাকা, ২নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী মোঃ খোকন প্রধান প্রতীক (পাঞ্জাবী)কে ৪,০০০ টাকা, একই ওয়ার্ডের আরেক কাউন্সিলর প্রার্থী আঃ সালাম খান প্রতীক (উটপাখি)কে রঙিন পোস্টার নির্ধারিত মাপের চেয়ে বড় ব্যানার ও বিলবোর্ড টানানোর ৫ হাজা টাকা জরিমানা করা হয়।

এছাড়া ১নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী হাজ্বী রুহুল আমিন মোল্লা প্রতীক (উটপাখি) ও ৮নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিরর প্রার্থী মোঃ জামান সরকার (পাঞ্জাবী)কে দেয়ালে পোস্টার সাজানোর দায়ে ১৫শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

দু’দিনই বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারীকমিশনার (ভুমি) মোঃ নাসির উদ্দিন সরোয়ার এ ৮কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করেন।

কামাল হোসেন খান, মতলব উত্তর করেসপন্ডেন্ট

।। আপডেট : ০৯:৩০ এএম, ২২ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার

ডিএইচ