উপজেলা সংবাদ

ছেংগারচরে মেয়রবিহীন নিরুত্তাপ নির্বাচনে কাউন্সিলর হলেন যারা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব রফিকুল আলম জজকে গত ২৯ ডিসেম্বর বিকেলে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষনা করা হয়েছে। এ পৌরসভার নির্বাচন ছিলো অনেকটাই নিরুত্তাপ। দু’একটি বিচ্ছিন্ন ঘটনায় মধ্য দিয়ে এ পৌরসভার কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের নির্বাচন সম্পন্ন হয়েছে।

বিজয়ী প্রার্থীরা হলেন- সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে আলহাজ্ব রুহুল আমিন মোল্লা (উট পাখি) প্রাপ্ত ভোট ১০৬৯, ২নং ওয়ার্ডে মোহাম্মদ আবদুস সালাম খান (উটপাখি) প্রাপ্ত ভোট ১৫১২। ৩নং ওয়ার্ডে জহিরুল ইসলাম (ব্লাক বোর্ড) প্রাপ্ত ভোট ৪৭৪। ৪নং ওয়ার্ডে শাহাদাৎ হোসেন ঢালী খোকন (উটপাখি) প্রাপ্ত ভোট ৮১০। ৫নং ওয়ার্ডে আবদুল মান্নান বেপারী (পাঞ্জাবি)। ৬নং ওয়ার্ডে ইদ্রিছ আলী (উটপাখি) প্রাপ্ত ভোট ৮৫৯। ৬নং ওয়ার্ডে মোঃ আল-আমিন (ডালিম প্রাপ্ত) ভোট ৬১৭। ৭নং ওয়ার্ডে রুহুল কুদ্দুস (পাঞ্জাবি) প্রাপ্ত ভোট ১৮৯১। ৮নং ওয়ার্ডে বোরহান উদ্দিন প্রধান (ডালিম) প্রাপ্ত ভোট ৮৯২ ও ৯নং ওয়ার্ডে আহসান হাবীব (পাঞ্জাবি) প্রাপ্ত ভোট ৭৩৪।

সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে বিজয়ী হয়েছেন মনোয়ারা বেগম (কেঁচি) প্রাপ্ত ভোট ১৭৮৩। ২নং ওয়ার্ডে মিল্লাতুন নেছা মিলি (আঙ্গুর) প্রাপ্ত ভোট ২৮৯৫ ও ৩নং ওয়ার্ডে শিউলী আক্তার (কাঁচি) প্রাপ্ত ভোট ২৭৬০।

বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দিনব্যাপী দু’টি কেন্দ্র ছাড়া মনোরম ও উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহণের পর সন্ধায় উপজেলা রির্টানিং অফিসার ও ইউএনও মোহাম্মদ মফিজুল ইসলাম কাউন্সিলর প্রার্থীদের মাঝে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে ৯ টি ওয়ার্ডের ১৫টি কেন্দ্রে কাউন্সিলর পদে ৩৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন মোট ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ভোট দিতে উৎসুক ভোটারদের অকল্পনীয় উপস্থিতি ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসব-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সকাল ৮ থেকেই ভোটাররা লাইনে দাঁড়ান ভোট দিতে। তবে সকাল ১২ পর্যন্ত ভোটারদের ভীড় থাকলেও বিকেলে কেন্দ্রগুলো ফাঁকা দেখা যায়। প্রিজাইডিং অফিসারদের সাথে আলাপকালে তারা জানান, সকালে ভোটারদের ভীড় খুব বেশী ছিল। বিকেলে চাপ কমে যায়।

৯ টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৯শ’ ২০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৯ জন ও মহিলা ভোটার ১২ হাজার ৯শ’ ১১ জন।

ফলাফল ঘোষণার সময় আরো উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার, ভ্যাটেরিনারী সার্জন ড. আবু নঈম ইবনে গিয়াস, কৃষি কর্মকর্তা আঃ কাইয়ুম মজুমদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী হেকমত আলী, উপজেলা প্রকৌশলী এনামুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা ফারুক মিয়া প্রমুখ।

এদিকে সকাল ১১টায় দক্ষিণ ৫নং ওয়ার্ডের ব্যাসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। র‌্যাব, বিজিবি ও পুলিশের অতিরিক্ত ফোর্স পরিবেশ নিয়ন্ত্রণে আনে। এতে কাউন্সিলর প্রার্থীসহ প্রায় ৩ জন আহত হয়েছেন। বিকেল সাড়ে তিনটার দিকে নবাবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে যুবলীগ নেতাসহ ২ জন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।

এছাড়া অন্যান্য কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার কোন খবর পাওয়া যায়নি।

।। আপডেট : ১১:০০ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৫, বুধবার

ডিএইচ

Share