ছেংগারচরে বিএনপির সম্প্রীতি সমাবেশ ও মিছিল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবীতে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বিএনপি, পৌর যুবদল, পৌর স্বেচ্ছাসেবদল, পৌর ছাত্রদল অঙ্গ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে বিশাল সম্প্রীতি সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার ছেংগারচর বাজারে সাবেক প্রতিমন্ত্রী বীল মুক্তিযোদ্ধা মতলবের জননন্দিত নেতা প্রয়াত নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র চাঁদপুর জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশ বিএনপির ঐক্য এবং সম্প্রীতির গণ মিছিলি অনুষ্ঠিত হয়।

গণ মিছিলিটি ছেংগারচর সরকারি হাইস্কুল মাঠ হইতে শুরু হয়ে ছেংগারচর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষেণ করে পূনরায় ছেংগারচর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপি সদস্য আব্দুল মান্নান লস্কর, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন, পৌর বিএনপি নেতা মোসলেম বেপারী, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, পৌর বিএনপি নেতা আলমগীর সরকার, পৌর বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজী, মোঃ বোরহান উদ্দিন ফরাজী, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির মোল্লা, পৌর বিএনপি নেতা নুরুল হুদা বাপ্পী সরকার, পৌর তাতীদলের সভাপতি মোঃ আবুল হোসেন প্রধান, আঃ মান্নান খান,ছেংগারচর পৌর ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা যুগ্ম-আহবায়ক এইচএম জমির হোসেন ফকির, আঃ মান্নান খান,চাঁদপুর জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আবু তাহের সুমন, মোঃ মিজানুর রহমান দর্জি, ছেংগারচর পৌর বাজার বনিক সমিতির সভাপতি ও বিএনপি নেতা গিয়াস উদ্দিন, বিএনপি নেতা আঃ হান্নান লস্কর, আঃ হালিম সরকার, ছেংগারচর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর নুরুন্নাহার সেবু, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রাজিবুল আলম রাজিব, যুবদল নেতা মোঃ বাদল, নুরুল ইসলাম, মিলন,মোঃ নূর মোহাম্মদ খান,মোঃ দলু, আঃ বাতেন মোল্লাা, পৌর কৃষক দল সভাপতি জাকির হোসেন, বিএনপি নেতা মো. হোসেন, কৃষক দল সহ-সভাপতি শোহরাফ আহমেদ, যুবদল নেতা সাইফুল মোল্লা, আহম্মদ উল্লাহ ছৈয়াল, সাইফুল বেপারী, আক্তার দর্জি,জিয়াউর রহমান, মোঃ মানিক, এরশাদ উল্লাহ,পৌর ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক হ্রদয় মিয়াজী, ছাত্রদল নেতা দেওয়ান মুরাদুজ্জামান, ছাত্রদল নেতা মোঃ রজ্জব আলী প্রমূখ।

সম্প্রীতি সমাবেশে বক্তারা বলেন, মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার সর্বস্তরের মানুষের জান-মাল ও নিরাপত্তা জোরদার,সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধির জন্য ছেংগারচর পৌর বিএনপি ও সকল সহযোগি সংগঠনের নের্তৃবৃন্দকে আহব্বান জানান।

বক্তারা আরও বলেন, বিএনপির পরিচয় দিয়ে কোন নেতাকর্মী যদি ভাংচুর,হামলা,অবৈধ ভাবে দখল করে তাহলে তার বিরুদ্ধে দলীয় ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এই স্বৈরাচারী আওয়ামীলীগ সরকার দীর্ঘ ১৫ বছর ধরে জনগণকে কোনঠাসা করে রেখে ছিল। জনগণ তাদের ভয়ে কেউ মুখ খুলতে পারেনি। বাংলাদেশের জনগণ স্বাধীন দেশে স্বাধীন হিসেবে মুক্ত হয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে দেশকে নতুন ভাবে গঠন করার এখনই সঠিক সময় বলে জানান।

নিজস্ব প্রতিবেদক, ১৭ আগস্ট ২০২৪

Share