Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / ছেংগারচরে আবু সাইদের শ্বশুরের ইন্তেকাল

ছেংগারচরে আবু সাইদের শ্বশুরের ইন্তেকাল

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ বেপারীর শ^শুর ৬নং কলাকান্দা ইউনিয়ন বিএনপির আহবায়ক মকবুল হোসেন বেপারীর বড় ভাই বিশিষ্ট সমাজ সেবক আঃ মান্নান বেপারী (৭০) আর আমাদের মাঝে নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালি রাজিউন)।

তিনি রোববার রাত ২টায় উপজেলার ৬নং কলাকান্দা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ দশানী গ্রামে তার নিজ বাড়ীতে স্ট্রোক জনিত কারণে মস্তিকে রক্তক্ষখরন হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুম আঃ মান্নান বেপারী ৬নং কলাকান্দা ইউনিয়ন ছাত্রদলেল সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিন বেপারীর পিতা। মৃত্যুকালে তিন মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে যুক্ত ছিলেন।
আজ রোববার বাদ যোহর বিকেল ২টায় উপজেলার দশানী কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে দশানী কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

এরপূর্বে মরহুমের স্মৃতিচারণ এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনায় উপস্থিত সকলের কাছে দোয়া চেয়ে বক্তব্য রাখেন ঢাকা তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক হাফিজুর রহমান কবির, মরহুমের ছোট ভাই কলাকান্দা ইউনিয়ন বিএনপির আহবায়ক মকবুল হোসেন বেপারী, মরহুমের জামাতা ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ বেপারীসহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ। উক্ত জানাজা নামাজে অংশ গ্রহণ করেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ নুরুল হক সরকার (সিআইডি), ছেংগারচর পৌর বিএনপির সভাপতি মোঃ নান্নু মিয়া প্রধান, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম প্রধান, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও ছেংগারচর পৌর বাজার বনিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি আঃ মান্নান লস্কর,ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশেক মাহমুদ সংগ্রাম, কলাকান্দা ইইপির ভঅরপ্রাপ্ত চেয়ারম্যান মেহেদী হাসানসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সুধিসমাজ ও এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা জানাজায় অংশ গ্রহণ করেন।

এদিকে ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ বেপারীর শ^শুর আঃ মান্নান বেপারীর মৃত্যুতে সাবেক মন্ত্রী চাঁদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক তানভীর হুদাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক, ২০ এপ্রিল ২০২৫