মাহিয়া মাহির জীবনটাও এখন আর একার নয়। সাথে আছেন জীবনসঙ্গী অপু। বিয়ের পর বন্ধু শাওন ঝামেলা করেন। যা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও তোলপাড় হয়েছে।
রবিবার সন্ধ্যায় সব ঝামেলা মিটেছে। এখন একটু স্বস্তি।
বিয়ের পর নিজেদের আন অফিসিয়াল কাপল ছবি প্রথমাবারের মতো আপলোড করেন নিজের ফেসবুক আইডিতে রোববারই।
কিন্তু আজ যেন রিল্যাক্স মুডে নিজেদের একটা ছবি দিলেন। গাড়িতে বসে আছেন মাহি, আর সেলফি তুলছেন অপু। মাহি ক্যাপশনও সুন্দর দিয়েছেন মাহি। লিখেছেন, আমি একলা হাঁটছি… হাঁটছি…. হাঁটছি, হঠাৎ সে পেছন থেকে ছুটে এসে জড়িয়ে ধরে বললো, ‘আমি আছিতো,,, আমিও যাবো তোমার সাথে,,,’
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০৪:০০ এএম, ৭ জুন ২০১৬, মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur