টানা ১১ দিনের ছুটি শেষে আজ দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। রোববার (২০ অক্টোবর) সকালে সরেজমিনে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডারের তথ্য অনুযায়ী, শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হয় গত ৯ অক্টোবর, এর সঙ্গে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ১৫ অক্টোবর, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি ১৬ অক্টোবর। সব মিলিয়ে ছুটি চলে ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত। পরের দুদিন শুক্র ও শনিবার হওয়ায় আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে।
এ বিষয়ে ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুলের একজন প্রধান শিক্ষক গণমাধ্যমকে বলেন, ‘ সকালে প্রভাতি শাখার ক্লাস শুরু হয়েছে। ক্লাস শুরুর আগে মাঠে সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল। অনেকদিন পর স্কুলে এসে শিক্ষার্থীরা বেশ উৎফুল্ল ‘
চাঁদপুর টাইমস রিপোর্ট
২০ অক্টোবর ২০২৪
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur