জাতীয়

ছুটি বাড়তে পারে আরো ৭ দিন

করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সাধারণ ছুটি আরো ৭ দিন বাড়তে পারে। করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত জাতীয় কমিটি এ সুপারিশ করেছে।
মঙ্গলবার ২১ এপ্রিল স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

জাতীয় কমিটির সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন,‘বৈঠকের এ সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। ছুটি বাড়বে কি না সেটা জানি না। কারণ সাধারণ ছুটি বাড়ানোর এখতিয়ার প্রধানমন্ত্রীর।’

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘এখনও অফিস খুলে দেওয়ার সময় আসেনি। এখন করোনার চূড়ান্ত সময় যাচ্ছে।’

প্রতিমন্ত্রী জানান, ‘এবার বর্ধিত ছুটি ঘোষণা হলে তাতে কিছু নতুন নির্দেশনা থাকতে পারে। তবে বিষয়টি চূড়ান্তভাবে বলা যাবে চূড়ান্ত সিদ্ধান্ত আসার পর।’করোনা ভাইরাসে দেশে ১১০ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া নতুন করে ৪৩৪ জন শনাক্ত হওয়ায় এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,৩৮২ জন।

ঢাকা ব্যুরো চীফ ,২২ এপ্রিল ২০২০
এজি

Share