চাঁদপুরের কচুয়া উপজেলার ছোট ভবানীপুর এলাকায় ফারুক হোসেন (৪৫) নামের এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে কচুয়া থানা পুলিশ।
ফারুক হোসেনের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। তবে বিয়ের পর শ্বশুর বাড়ি কুমিল্লা জেলার বরুড়া থানার লক্ষ্মীপুর-রহমতগঞ্জ গ্রামে স্ত্রী ও তিন সন্তান নিয়ে থাকতেন।
স্থানীয় ইউপি সদস্য আবু ছাইদ বলেন, সড়কের পাশে মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। ফারুকের পরিবার জানিয়েছে, সে নতুন অটোরিকশা কিনেছিল। চোর চক্র তাকে নির্জনস্থানে নিয়ে এসে হত্যা করে অটোরিকশাটি নিয়ে যায়। ফারুক নিয়মিত চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের মুদাফফরগঞ্জ-লক্ষ্মীপুর এলাকার অটোচালক ছিলেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আব্দুল হালিম বলেন, মরদেহের গলায় একটি দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে অটোরিকশা নিয়ে যায় চোর চক্র। পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে তদন্ত চলবে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চাঁদপুর টাইমস
৭ ফেব্রুয়ারি ২০২৫
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur