Home / চাঁদপুর / ছিনতাই মামলায় চাঁদপুরে তিন যুবকের কারাদণ্ড
ছিনতাই মামলায় চাঁদপুরে তিন যুবকের কারাদণ্ড

ছিনতাই মামলায় চাঁদপুরে তিন যুবকের কারাদণ্ড

চাঁদপুর পালবাজার সংলগ্ন ব্রিজের অ্যাপ্রোচ সড়কে দু’লাখ টাকা ছিনিয়ে পালাবার সময় জনতার সহযোগিতায় আটক ৩ জনকে কার াদ- দিয়েছেন দ্রুত বিচার ট্রাইবুন্যাল।

মঙ্গলবার (৩০ মে) দুপুর ১২টায় ট্রাইবুন্যালের বিচারক সৈয়দ মোহাম্মদ কায়সার মোশাররফ ইউসুফ এ দণ্ডদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন, রাব্বী (২০), শরীফ গাজী (২১) ও অন্তর (১৯) অপর অভিযুক্ত হেলালকে খালাস দেয়া হয়েছে।

এদের সবার বাড়ি চাঁদপুর শহরের বকুলতলা ও জেটিসি কলোনীতে।

রায়ে এদের বিরুদ্ধে ৩ বছর সশ্রম কারাদ-, ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন, রেজা শাহ পাহলভী মজিদ শেলী, বিবাদী পক্ষে ছিলেন অ্যাডভোকেট আনোয়ার গাজী ও কহিনুর।

প্রসঙ্গত, গত বছরের ২০ ডিসেম্বর চাঁদপুর পালবাজারের চাল ব্যবসায়ী শহীদুল ইসলামের কর্মচারী সাজ্জাদ হোসেন শুভ পূবালী ব্যাংক পালবাজার শাখা থেকে দু’লক্ষ টাকা উত্তোলন করে আসার পথে বিকাল সাড়ে ৪টায় নতুনবাজার-পুরাণ বাজার ব্রিজের পূর্বপাড়ে উল্লেখিতরা তাকে মারধর করে। পকেটা থাকা নগদ দু’লাখ টাকা ছিনিয়ে নেয়।

পুলিশ গিয়ে তাদের থেকে ছিনতাই হওয়া ৭৭ হাজার ৫শ’ টাকা উদ্ধার করতে সক্ষম হয়। চাঁদপুর মডেল থানায় মামলা (নং ০৪, ২০/১২/২০১৬) দায়ের করা হয়

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
আপডেট, বাংলাদেশ সময় ৪ : ১০ পিএম, ৩০ মে ২০১৭, মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply