চাঁদপুর সদর উপজেলার দেবপুর এলাকায় ১৬ লাখ টাকা মূল্য মানের ডলার, সৌদি রিয়াল ও নগদ টাকা ছিনতাই করার অভিযোগে রামপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মজিবুর রহমান কাঞ্চন পাটওয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৯ অক্টোবর) ভোর রাতে ওই উনিয়নের রামপুর পাটওয়ারী বাড়ি থেকে তাকে গ্রেফতার করে চাঁদপুর মডেল থানা পুলিশ।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর ভোর সোয়া ৬টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের গোকরা ব্রীজ সংলগ্ন এলাকায় দিয়ে হাজীগঞ্জ পৌরসভার মুকিবাদ এলাকার মাহমুদ হাছান নামে ব্যাক্তির গতিররোধ করে অভিযুক্ত কাঞ্চন ও তার সহযোগীরা। এ সময় তারা হাছানকে বেধম পিটিয়ে আহত করে তার সাথে থাকা ১৬ লাখ টাকা মূল্যের ডলার, রিয়াল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
মাহমুদুল হাসান কয়েকদিন চিকিৎসা নিয়ে সুস্থ্য হওয়ার পর গত ৬ অক্টোবর চাঁদপুর মডেল থানায় কাঞ্চন পাটওয়ারীকে প্রধান আসামী করে মামলা দায়ের করেন। (চাঁদপুর মডেল থানায় মামলা নং-১০)
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান জানান, অভিযোগের আলোকে কাঞ্চন পাটওয়ারীকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের সুবিধার্থে বাকি সহযোগীদের নাম আপাতত বলা যাচ্ছে না। দুপুর ১টায় কাঞ্চন পাটওয়ারীকে আদালতে পাঠানো হয়েছে।
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ ০২:০৩ পিএম, ০৯ অক্টোবর, ২০১৭ সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur