প্রতিবেশী ভারতের সঙ্গে ছিটমহল বিনিময়ে দৃষ্টান্তমূলক ভূমিকা রাখায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার বিজিবি দিবস ২০১৭ উপলক্ষে পিলখানায় বিজিবি সদর দফতরের বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেন্ড গ্রাউন্ডে বিজিবি দিবসের উদ্বোধনের সময় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ছিটমহল বিনিময় সম্পন্ন করে আমরা সারা বিশ্বের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছি। উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে বিজিবি। এ জন্য বিজিবিকে অভিনন্দন। এছাড়া দেশের প্রাকৃতিক দুর্যোগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে বিজিবি সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, ২০ ডিসেম্বর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস। নানা কর্মসূচির মধ্য দিয়ে বুধবার দিবসটি পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিলখানার বিজিবি সদর দপ্তরের বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে বিজিবি দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং কুচকাওয়াজ পরিদর্শন করেন।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৩:০০ পিএম, ২০ ডিসেম্বর ২০১৭, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur