রাজধানীর মিরপুরে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। তাকে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা গ্রহণ না করায় কাফরুল থানা ও ন্যাম ভবনের সামনে লাশ নিয়ে বিক্ষোভ করছে এলাকাবাসী। এ সময় সড়ক অবরোধ ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সড়ক অবরোধ করে এলাকাবাসী।
নিহতের স্বজনদের অভিযোগ, রবিবার সকালে গৃহকর্মী জলিকে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়। অথচ পুলিশ মামলা নিচ্ছে না। হত্যা মামলা গ্রহণ ও হত্যাকারীদের বিচার দাবিতে সড়ক অবরোধ করছে এলাকাবাসী।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার শামীম হোসেন জানান, নিহত গৃহকর্মীর স্বজনদের মামলা গ্রহণের আশ্বাস দেয়া হয়েছে। তবুও তারা কথা শুনছেন না। তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে।
নিউজ ডেস্ক || আপডেট: ১২:৩০ অপরাহ্ন, ০৭ মার্চ ২০১৬, সোমবার
এমআরআর