ছাত্র জনতার আন্দোলনে মতলবের ২ জনের নিহত পরিবারকে ড. জালালউদ্দিনের অনুদান

বৈষম্যবিরোধী ছাত্র -জনতার আন্দোলনে নিহত মতলব উত্তর উপজেলার ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়নের মধ্যে ঠেটালীয়া গ্রামের দ্বীন ইসলাম (২২) পিং মোঃ শাহ আলম ও অপরজন নিহত মোঃ পারভেজ (২৩) পিং সবুজ বেপারী গ্রাম বারহাতিয়া, মতলব উত্তর, চাঁদপুর। ০৯ আগষ্ট বিকালে বাংলাদেশ জাতীয় তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য, স্পেন সরকারের সাবেক অনারারী কনসুলার, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও মূদ্রা বিশেষজ্ঞ আলহাজ্ব মুহাম্মদ ড. জালালউদ্দিন পৃথক পৃথক ভাবে দুই পরিবারের বাড়িতে গিয়ে ২ জন নিহতের পরিবারকে নগদ ৫ লাখ টাকা অনুদান প্রদান করেন।

নিহত দ্বীন ইসলাম এর পরিবার নিয়ে দীর্ঘ অনেক বছর ধরে যাত্রা বাড়ি ৪৮ নং ওয়ার্ডের শেখ শাহাবুদ্দিন এর বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকতেন। এখানে নিহতের বাবা মোঃ শাহ আলম, মাতা শিল্পী বেগম ও তার আরেক টি ভাই তারা ৪ জন বসবাস করতেন। ঐখানে তারা কাঁচামাল বিক্রি করতেন। গত ৫ আগষ্ট দুপুর আড়াই টায় যাত্রা বাড়িতে বৈষম্যবিরোধী আন্দোলনে যোগদেন দ্বীন ইসলাম। তিনি পুলিশের গুলিতে নিহত হন জানান নিহতের বাবা শাহআলম। তার শরীরে ৫ টি গুলি বৃদ্ধ হয়। গুলি খাওয়ার পর তাকে সনিআকড়া স্বদেশ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানতে পেরে হাসপাতালে গিয়ে নিহতের লাশ তার নীজ গ্রামের বাড়ি মতলব উত্তরে এনে দাফন সম্পন্ন করেন।

অপরজন মোঃ পারভেজ পিং সবুজ বেপারী গ্রাম বারহাতিয়া মতলব উত্তর, চাঁদপুর। তিনি ঢাকার বাড্ডাতে থাকতেন। গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে গুলিতে নিহত হয়। তার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল রাখা হলে আনজুমানে মফিদুল ইসলাম লাশ দাফন সম্পন্ন করেন। এ দুই পরিবারকে যার যার বাড়িতে গিয়ে ৫ লাখ টাকা অনুদান প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক সরকার হান্নান, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা মহসিন সরকার, ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল আহমেদ পাটোয়ারী, উপজেলা যুবদলের আহবায়ক রাশেদুজ্জামান টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল, উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক জয়নাল পাটোয়ারী, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক গোলাম রাব্বানী জিসান সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নিহতের দুটি পরিবারই অসহায় গরীব। তাদের বাড়িতে শুধু আহাজারি। তাদের পরিবারের দিকে সুদৃষ্টি দেওয়ার জন্য সরকারের নিকট দাবি জানান।

নিজস্ব প্রতিবেদক, ৯ আগস্ট ২০২৪

Share