দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহনকারী চাঁদপুরের কচুয়ার পালাখাল গ্রামের দুই মেধাবী শিক্ষার্থী (ভাই-বোন) পুলিশের রাবার বুলেট ও ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হয়েছে। এরা হচ্ছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোককাহিনী বিভাগের (প্রথম বর্ষে) ছাত্র তানভীর হোসেন মজুমদার ও ঢাকা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং (কৃষি) ২য় বর্ষের মেধাবী ছাত্রী উম্মে হানি তামান্না। তানভীর হোসেন মজুমদার রাজশাহীতে শিক্ষার্থীদের ডাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহন করলে ২৪ জুলাই পুলিশের রাবার বুলেটে আহত এবং ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসা নেন।
এছাড়া উম্মে হানি তামান্না ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহন করে ২৫ জুলাই পুলিশের রাবার বুলেটে মাথা, পিঠে ও হাতে গুরুতর জখম হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। মেধাবী দুই শিক্ষার্থী তানভীর হোসেন মজুমদার ও উম্মে হানি তামান্ন কচুয়া উপজেলার উত্তর পালাখাল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. তাজুল ইসলাম মজুমদারের সন্তান।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,১৩ আগস্ট ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur