বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁদপুর জেলার অন্যতম সদস্য নাদিম পাটওয়ারীর পিতার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চাঁদপুর জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। এক শোকবার্তায় তাঁরা বলেন, ‘নাদিম পাটওয়ারীর পিতার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ যেন মরহুমের ভুলত্রুটি ক্ষমা করে দিয়ে তাঁকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন।
এছাড়া নাদিম পাটওয়ারী আমাদের অন্যতম সহযোদ্ধা। তাঁর পিতার ইন্তেকালে আমরা সমানভাবে ব্যথিত। আমরা জানি বাবার স্থান কোন দিন পুরণ হবার নয় তবুও নাদিম পাটওয়ারীর পরিবার যেন সেই শোক কাঁটিয়ে উঠে সুন্দর কল্যাণময় জীবন গড়তে পারেন সেই জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানাচ্ছি।
উল্লেখ্য নাদিম পাটওয়ারী পিতা আবু তৈয়ব পাটওয়ারী (৬৫) ৩০ নভেম্বর রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। গতকাল ১ ডিসেম্বর রোববার বাদ জোহর মহামায়া বাজার ঈদগাহ ময়দানে জানাজা শেষে মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কবস্থানে দাফন করা হয়।
নিজস্ব প্রতিবেদক, ১ ডিসেম্বর ২০২৪