চাঁদপুরের কচুয়া পৌরসভা কোয়া গ্রামে সোমবার রিয়া আক্তার (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে কোয়া খান বাড়ির শামীম মিয়ার মেয়ে ও খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী।
নিহতের মা রিপা বেগম জানান, রোববার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে গিয়ে রিয়ার কক্ষে দিকে দেখি ঘরের আড়ার সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। তবে কী কারনে আত্মহত্যা করেছে তা জানাতে পারেননি তিনি।
এব্যাপারে কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, খবর পেয়ে মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার করে থানা নিয়ে আসা হয় এবং ময়নাতদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদকঃজিসান আহমেদ নান্নু,২৬ জুলাই ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur