চাঁদপুরের মতলব উত্তরে সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি নাজমুল করিম রাজিবকে অপহরণ করে পরিত্যক্ত একটি জায়গায় নিয়ে তাঁর মাথায় ও শরীরের বিভিন্নস্থানে আঘাত করে রক্তাক্ত জখম করার অভিযোগ করেছেন।
গত ৬ ডিসেম্বর সন্ধ্যা সাতটায় তার গ্রামের বাড়ি উপজেলার ইন্দুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বর্তমানে তিনি মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
আহত নাজমুল করিম রাজিব জানায়, ‘এলাকার মাদক ব্যবসায়ী আফজাল হোসেন ভুট্টু মুঠোফোনে দাসের বাজার থেকে খবর দিয়ে বাবুলদের পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে তিনি পৌঁছার সাথে সাথেই আফজাল হোসেন ভুট্টু, আব্দুল বারেক, ইব্রাহীম, নাছিরউদ্দিনসহ ৮-১০ জন যুবক তাকে দেশিয় অস্ত্র দিয়ে প্রহার শুরু করে। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে আসলে তারা পালিয়ে যায়। পরে নাজমুল করিম রাজিবকে দ্রুত মতলব সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।’
এদিকে নাজমুলের পিতা সামসুদ্দিন প্রধান বাদি হয়ে মতলব উত্তর থানায় একটি মামলা দায়ের করেছেন। তিনি জানান, ‘আফজাল হোসেন ভুট্টু ও আব্দুল বারেক মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে।’
এ ব্যাপারে একাধিকবার চেষ্টা করেও অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি।
করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ১১:৫০ এএম, ৯ ডিসেম্বর ২০১৬, শুক্রবার
ডিএইচ