চাঁদপুর জেলা ছাত্রলীগের নবাগত কমিটির নেতৃবৃন্দের আগমনকে কেন্দ্র করে দু’গ্রুফের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়েছে।
সোমবার (২ জানুয়ারি) দুপুর ২টায় জেলা আওয়ামীলীগ কার্যালয় সামনে শত শত নেতা-কর্মী নবাগত সভাপতি আতাউর রহমান পারভেজসহ অন্যান্যদের ফুলেল মালা দিয়ে বরণ করে নিতে আসলে এ হট্টগোলের ঘটনাটি ঘটে।
বিশৃঙ্খলা এড়াতে শহর জুড়ে আইন শঙখলা বাহিনী অবস্থান করছে।
নাম প্রকাশে অনিশ্চুক কয়েকজন নেতা-কর্মী জানায়, জেলা আওয়ামীলীগ কার্যালয়ের পাশে হাকিম প্লাজা মার্কেটের পেছনে জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ ও সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমানের কর্মীদের মধ্যে হাতাহাতি সৃষ্টি হয়।
পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দু’পক্ষের নেতা-কর্মীদের বিভক্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। ছাত্রলীগের নবাগত কমিটি নিয়ে শহর জুড়ে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালী উল্লাহ বলেন, কোন ধরণের অপ্রিতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না। পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়ন রয়েছে।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২৯ ডিসেম্বর বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রিয় সভাপতি ও সাধারণ সম্পাদক চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি হিসাবে আতাউর রহমান পারভেজ এবং সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবুর নাম উল্লেখ করে ১ বছরের কমিটির অনুমোদন দেয়।
কিন্তু জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দদের সভাপতির বিষয়ে কোন আপত্তি না থাকলেও সাধারণ সম্পাদককে মেনে নিতে পারছে না বলেও অনেকে জানিয়েছেন।
প্রতিবেদক-মাজহারুল ইসলাম অনিক
।। আপডটে, বাংলাদশে সময় ০৯: ৪০পিএম, ২ জানুয়ারি ২০১৭ সোমবার
এইউ