চাঁদপুর

চাঁদপুর জেলা ছাত্রলীগের শোক র‌্যালি পালিত

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক র‌্যালি করেছে চাঁদপুর জেলা ছাত্রলীগ।

সোমবার (১৪ আগস্ট) সকালে চাঁদপুর সরকারি কলেজ মাঠ থেকে র‌্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে জেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও সদর উপজেলা ছাত্রলীগ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেয়।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবুর পরিচালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি তৌহিদুল ইসলাম মিলন গাজী, যুগ্ম-সম্পাদক হাসিবুল হাসান মুন্না, জহির উদ্দিন মিজি, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এ বি এম রেজওয়ান, সাধারণ সম্পাদক নাছির গাজি, শহর ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, সাধারণ জহিরুল ইসলাম রবিন, কলেজ ছাত্রলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ ৯: ১০ পিএম, ১৪ আগস্ট ২০১৭, সোমবার
ডিএইচ

Share