কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থীদের স্বাগত জানানোর সময় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন।

শুক্রবার সকাল ১০টার দিকে জেলার কোর্টবাড়িস্থ ল্যাবরেটরি স্কুলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক একে অপরকে দায়ী করেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আইনুল হক জানান, ভর্তি পরীক্ষা শুরু হওয়ার আগে কোর্টবাড়ি সড়কের সামনে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের স্বাগত জানাতে জড়ো হন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় হঠাৎ করে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলামসহ অন্তত ছয়জন আহত হন।

কুমিল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল খবরের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভর্তি পরীক্ষায় তেমন সমস্যা হয়নি।
কুমিল্লা করেসপন্ডেন্ট ।। আপডেট : ০৪:৫৪ পিএম, ০৪ ডিসেম্বর ২০১৫, শুক্রবার
ডিএইচ

Share