ক্রীড়া অনুষ্ঠানে ছাত্রদের তৈরি ‘পদ্মাসেতুর’ ওপর দিয়ে হেঁটে পাড়ি জমানো সমালোচিত উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং চাঁদপুরের হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী বুধবার (২৯ মার্চ) নিম্ম আদালতে আত্মসর্মপণ করলে আদালত জামিন মঞ্জুর করেন।
চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (নারী ও শিশু) মামুনুর রশিদ ওইদিন বিকেল ৫টায় নূর হোসেন পাটোয়ারীর জামিন মঞ্জুর করেন। শিশুদের প্রতি নিষ্ঠুর আচরণের অভিযোগ এনে শিক্ষার্থীর এক অভিভাবক বাদী হয়ে হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীসহ হাইমচর থানায় শিশু আইনে ৫ জনকে আসামি করে একটি মামলা করেন।
মামলাটি উচ্চ আদালতে উপস্থাপন করা হলে হাইকোর্ট নি¤œ আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেন। সে মোতাবেক বুধবার নি¤œ আদালতে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং চাঁদপুরের হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী হাজিরা দেন।
প্রস্ঙ্গত,চাঁদপুরের হাইমচরের নীলকমল ওছমানীয়া উচ্চ বিদ্যালয়ে সোমবার (৩০ জানুয়ারি) বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে ছাত্রদের পিঠের ওপর হেঁটে সেতু পাড় হয়ে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্যে সর্বস্তরে নিন্দার ঝড় বইছিল।
চাঁদপুরের ওই আওয়ামী লীগ নেতার অমানবিকভাবে উদযাপন ফেসবুকে দেখার পর এমন দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্যে তিনি সমালোচিত হন।
প্রতিবেদক মাজহারুল ইসলাম অনিক
আপডেট, বাংলাদেশ সময় ০৭: ০০ পিএম, ২৯ মার্চ ২০১৭, বুধবার
ডিএইচ