Home / উপজেলা সংবাদ / হাইমচর / চরভৈরবী ছাত্রদলের উদ্যোগে মতবিনিময় সভা
ছাত্রদলের

চরভৈরবী ছাত্রদলের উদ্যোগে মতবিনিময় সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত পার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে জয় যুক্ত করার লক্ষ্যে ও নির্বাচনী প্রচারণা উপলক্ষে ৬ নং চরভৈরবী ইউনিয়নের ১ নং ওয়ার্ড ছাত্রদলের মোঃ নাজিম উদ্দীন, মোঃ রহিম পাটওয়ারী ও পারভেজ মাহমুদের উদ্যোগে নির্বাচনী প্রচারণা উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠীত হয়েছে।

৬ ডিসেম্বর শনিবার সন্ধায় ৬ নং চরভৈরবী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গাজীনগর এলাকায় শেখ ফরিদ আহমেদ মানিকের ধানের শীষকে জয় যুক্ত করার লক্ষ্যে ও নির্বাচনী প্রচারণা উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনী প্রচারণা ও মত বিনিময় সভায় চরভৈরবী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ জুবায়ের হোসেন বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন হাইমচর উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ ফয়সাল আহম্মেদ আখন।

এসময় বিশেষ বক্তার বক্তব্য রাখেন, হাইমচর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মিলাদ হোসেন মাঝি।

এসময় আরো বক্তব্য রাখেন, হাইমচর উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মালেক রুমি, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ রায়হান হোসেন বাবু,উপজেলা ছাত্রদলের সাবেক নেতা এস এম মহিব উল্লাহ,হাইমচর ডিগ্রি কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ আহমেদ, কলেজ ছাত্র দলের সহসভাপতি মোঃ খালেদ হোসেন,চরভৈরবী ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ মঞ্জুরুল আলম,মোঃ তারিকুল ইসলাম, সাব্বির হোসেন সরদারসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ।

নির্বাচনী প্রচারণা ও মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন,উপজেলা , ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রদলের নেতৃবৃন্দ।

প্রতিবেদক: আলমগীর হোসেন আসিফ/
৬ ডিসেম্বর ২০২৫