Home / চাঁদপুর / চাঁদপুর সদর ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা
ছাত্রদলের

চাঁদপুর সদর ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে পরিচিতি ও সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ইমাম হোসেন গাজী।

চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক শেখ মোহাম্মদ হাবিবের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এইচ এম ইসমাইল হোসেন পাটোয়ারী।

চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জিসান আহমদের পরিচারনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান রনি, সহ-সভাপতি আবু হানিফ কাঁকন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, মেহেদি হাসান শাকিল, চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব জুনায়েদ উল্যাহ খান প্রমুখ।

এছাড়াও সাধারণ সভায় নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও বিভিন্ন সদস্যরা বক্তব্য রাখেন।

পরিচিতি ও সাধারণ সভার শুরুতেই চাঁদপুর সদর উপজেলা ছাত্রদল নেতৃবৃন্দ জেলা ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদকসহ জেলা নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরবর্তীতে জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ইমাম হোসেন গাজী নবগঠিত চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সকলকে একেক করে পরিচিতি করিয়ে দেন। চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলো- যুগ্ম-আহ্বায়ক আরাফাত খান, মো. মামুন হোসাইন, মোরশেদ আলম বাহাদুর, সুমন খান, মো. সোহাগ খান, আল আমিন মাঝি, মেহেদী হাসান, রাকিবুল ইসলাম বাপ্পি, রেজভী শাহরিয়ার তানিম, পারভেজ খান, রাসেল চৌধুরী বাবু, সদস্য আরজু আহমেদ, তারেক আলম, আবু রায়হান ভূঁইয়া, মমিন গাজী, সুজন মিজি, মমিন পাটওয়ারী সাদ্দাম, এমরান হোসেন মিজি (বাবু), মিনহাজুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সদস্য তারেক আলম।

সবশেষে চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সদর উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক শেখ মোহাম্মদ হাবিব। অচিরেই সকল ইউনিয়ন ছাত্রদলের কমিটি পুনঃগঠন করা হবে বলে জানান।

স্টাফ রিপোর্টার,১১ মার্চ ২০২১